NOW READING:
WATCH | Pakistan: ঠাম্মার মৃত্যুতে ২০ হাজার লোক খাওয়ালেন এক ভিখিরি! গেস্টদের জন্য হাজার হাজার গাড়িও…
November 18, 2024

WATCH | Pakistan: ঠাম্মার মৃত্যুতে ২০ হাজার লোক খাওয়ালেন এক ভিখিরি! গেস্টদের জন্য হাজার হাজার গাড়িও…

WATCH | Pakistan: ঠাম্মার মৃত্যুতে ২০ হাজার লোক খাওয়ালেন এক ভিখিরি! গেস্টদের জন্য হাজার হাজার গাড়িও…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘পেশায়’ ভিক্ষুক, দিন শেষে ভিক্ষা করে আয় করেন হয়ত ২০০ টাকা। মাসে টেনে টুনে ২ হাজার টাকা। এমনই ধারণা আমাদের সাধারণ মানুষের। কিন্তু আপনি শুনলে অবাক হবেন, এক ভিক্ষুক তাঁর ঠাকুমার ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে খরচ করলেন কয়েক কোটি টাকা! ভাবা যায়? সারাদিন করেন ভিক্ষা কিন্তু কয়েক কোটি টাকা খরচা করে খাওয়ালেন প্রায় কুড়ি হাজার মানুষকে। 

এমনই উদ্ভট ঘটনা ঘটল পাকিস্তানে। বড়বড় কোটিপতিরাও লজ্জায় পড়বেন। পরিবারের সকলে দিন গুজরান করেন ভিক্ষা করেই। পাকিস্তানের গুজরানওয়ালায় এমনই এক অদ্ভুত ঘটনা ঘটল। পরিবার ২০ হাজার লোক খাইয়ে খরচ করেছে প্রায় ১.৫ কোটি পাকিস্তানি রুপি (ভারতীয় টাকায় প্রায় ৪৫ লক্ষ কোটি টাকা)। গল্প এখানেই শেষ হচ্ছে না। জমাকালো সেই অনুষ্ঠানে আমন্ত্রিতদের বাড়ি পৌঁছে দিতে দু’হাজার গাড়ির বন্দোবস্তও করা হয়েছিল। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটপাড়ায়। 

আরও পড়ুন: Pakistan: পাকিস্তান ছাড়ছেন লাখ লাখ মানুষ, ব্রেন ড্রেনের ঠেলায় প্রবল সংকটে পড়শি দেশ

পাকিস্তানি সংবাদমাধ্যমের মতে গুরজানওয়ালা রেল স্টেশনের পাশেই এই আয়োজন করা হয়েছিল। কী কী ছিল তাদের মেনুতে? মধ্যাহ্নভোজনে ছিল সিরি পায়ে, মুরব্বা এবং বিভিন্ন রকমের মাংসের পদ। রাতের খাবারে ছিল, খাসির মাংস, মিষ্টি ভাত সঙ্গে বেশ অনেকরকমের মিষ্টি। সূত্র অনুযায়ী এত লোক খাওয়ানোর জন্য প্রায় ২৫০টি খাসি কাটা হয়েছিল। কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন ওই পরিবারের আয়ের উৎস নিয়ে। কীভাবে ঠাকুমার ৪০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে কেউ এত টাকা খরচ করতে পারে ?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link