NOW READING:
Kunal Ghosh: ‘নিজের স্ত্রীকে আগে বিজেপির সদস্য করুক’, শমীককে বিয়ে করার পরামর্শ কুণালের!
November 18, 2024

Kunal Ghosh: ‘নিজের স্ত্রীকে আগে বিজেপির সদস্য করুক’, শমীককে বিয়ে করার পরামর্শ কুণালের!

Kunal Ghosh: ‘নিজের স্ত্রীকে আগে বিজেপির সদস্য করুক’, শমীককে বিয়ে করার পরামর্শ কুণালের!
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সর্বক্ষণের রাজনৈতিক কর্মী এবং অবিবাহিত। বিজেপি নেতা শমীক ভট্টাচার্যকে এবার বিয়ে করতে বললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সঙ্গে পরামর্শ, ‘নিজের বউকে দিয়ে মিসড কল দিয়ে বিজেপির সদস্য করুক’। এমনকী, নিজে সেই বিয়েতে উপস্থিত থাকার ইচ্ছা প্রকাশ করলেন তিনি! 

আরও পড়ুন:  Kolkata Doctor Rape And Murder Case: সঞ্জয়ের কণ্ঠরোধে অভিনব পন্থা পুলিসের! ফের বিতর্কিত কী বলছিল সে?

ঘটনাটি ঠিক কী? হাতে আর বেশি সময় নেই। নভেম্বরের মধ্যেই দলের রাজ্য নেতাদের সদস্য় সংগ্রহ অভিযান শেষ করার নির্দেশ দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। লক্ষ্যপূরণে রীতিমতো কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিভিন্ন বিধানসভা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সদস্য সংগ্রহ করছেন তিনি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও দলের অন্যন্য নেতা, বিধায়ক, সাংসদরাও নাকি চেষ্টায় কোনও ত্রুটি রাখছে না!

এদিকে বিয়ের নিয়মন্ত্রণ রক্ষা করতে গিয়ে কনেকেই বিজেপির সদস্য বানিয়ে ফেলেছেন দলের রাজ্যসভায় সাংসদ শমীক। তিনি বাংলার দলের সদস্য সংগ্রহ অভিযানের দায়িত্বপ্রাপ্ত নেতাও বটে। 

শনিবার কামারহাটি একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন শমীক। সেখানে কনেকে উপহার দেওয়ার পরেই ‘রিটার্ন গিফট’ হিসেবে বিজেপির সদস্য হওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি। সঙ্গে সঙ্গে কনের মোবাইল ফোনটি এনে দেন পরিবারের লোকেরাই। এরপর শমীক নিজে হাতে কনেকে দেখিয়ে দেন কোন নম্বরে মিসড কল দিতে হবে। কুণাল ঘোষ বলেন, ‘আগে শমীক নিজের বিয়ে করুক। বউকে দিয়ে মিসড কল দিয়ে সদস্য করুক। আমি নিজে ওর বিয়েতে যাব’।

আরও পড়ুন:  WATCH| Acropolis Mall Fire: ৫ মাসের মধ্যে ফের অ্যাক্রোপলিস মলে আগুন! আতঙ্কে সাধারণ মানুষ…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link