কলকাতা : গত সপ্তাহে সোম থেকে শনি , ধাপে ধাপে সস্তা হয়েছে সোনা। ১৮ নভেম্বর। বাংলা ক্যালেন্ডারে অঘ্রাণের সূচনা। এই মাসটা বাঙালির কাছে বেশ বিশেষ। শীতকালীন বিয়ের মরসুম শুরু এই মাস থেকেই। তাই ধনতেরসের পর আবার এই সময় থেকেই সোনা কেনার গ্রাফ হয় ঊর্ধ্বমুখী। তাই সোনার দামে নজর থাকে সকলের। উপহার হোক বা বিনিয়োগ, সোনা সকলের প্রিয়। সোনার দাম বদলায় প্রতিদিনই। সোনার আবার অনেক ভাগ । একের ধরনের সোনার দামও একেকরকম । তাই প্রতিদিনই সব ধরনের দামই বদলে যায়। দোকানে যাওয়ার আগেই দেখে নিন, কত হল সোমবার সোনার দাম। দেশের বিভিন্ন অংশে সোনার দাম হয় আলাদা আলাদা। এখানে দেখে নিন, বাংলার বাজারে বিভিন্ন ধরনের সোনার দাম আজ কত হয়। সস্তা হল নাকি দামি ?
আজকের সোনার দর (১৮ নভেম্বর, ২০২৪, সোমবার )
সোনা | ওজন | দাম (টাকায়) |
২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ৭৪৫৯ |
২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ৭০৮৬ |
২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৬৭৮৭ |
১৮ ক্যারেট | ১ গ্রাম | ৫৮১৮ |
রুপো (৯৯৯) | ১ কেজি | ৮৯,৭৩৪ |
গত কালের থেকে সামান্য করে হলে বেড়েছে সোনা ও রুপোর দাম। সবথেকে দামি হল ২৪ ক্যারাটের সোনা। তবে এই সোনা দিয়ে সাধারণত গয়না গড়া হয় না। গয়নার সোনা মানে হল ২২ ক্যারাটের সোনা। আর হিরে বা পাথর সেটিংয়ের গয়না করার ক্ষেত্রে স্বর্ণকারদের পছন্দ ১৮ ক্যারাটের সোনা। এছাড়া রুপোর গয়নার প্রতিও এখন মহিলাদের ঝোঁক লক্ষণীয়। তাই রুপোর দামও উল্লেখ করা হয়েছে। রুপোর দামও বেড়েছে আগের থেকে।
আসলে সোনার দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সরাসরি সম্পর্কিত। যখন মার্কিন ডলারের মূল্য অন্যান্য দেশের মুদ্রার তুলনায় বেড়ে যায় , তখন সোনার দাম কমতে থাকে। তার কারণ হল, তখন ক্রেতা দেশগুলিকে সোনা কিনতে বেশি দাম দিতে হয়। তার ফলে সোনা ক্রয়কারী দেশগুলি তাদের সোনা কেনা কমিয়ে দেয় । আর অর্থনীতির নিয়ম অনুসারে, চাহিদা কমে গেলে , স্বাভাবিকভাবেই সোনার দাম কমে যায়।
তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন