মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের বেলডাঙায় (Beldanga Chaos) গোষ্ঠী সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন পুলিশ বাহিনী। জেলাজুড়ে বন্ধ ইন্টারনেট। শান্তি ফেরাতে প্রশাসনকে আবেদন সুকান্তর। প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, প্রতিক্রিয়া তৃণমূলের।
বন্ধ ইন্টারনেট: শনিবার রাতে মুর্শিদাবাদের বেলডাঙায় দুই গোষ্ঠীর সংঘর্ষ। একাধিক বাড়ি ভাঙচুর, আগুন। বেশ কিছুক্ষণের জন্য হয় রেল অবরোধ। এরপর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। আজও এলাকায় টহল দিচ্ছে পুলিশ। প্রশাসনের তরফ থেকে মুর্শিদাবাদ জেলাজুড়ে সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
এই ইস্যুতে সোশাল মিডিয়ায় অমিত মালব্য লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ নীরব দর্শক।” বেলডাঙায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়ে রাজ্যপালকে ইমেল করেছেন বিজেপি নেতা কৌস্তভ বাগচী। বেলডাঙার স্থানীয় মানুষের কাছে বিজেপির রাজ্য সভাপতির আর্জি, কারও উস্কানি বা প্ররোচনায় পা দেবেন না। একই সঙ্গে পুলিশ প্রশাসনের কাছে দ্রুত এলাকায় শান্তি ফেরাতে আবেদন জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন সুকান্ত মজুমদার। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ লিখেছেন, “প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, আস্থা রাখুন। শান্ত বাংলাকে অশান্ত করার সব চক্রান্ত রুখে দেবে মানুষ।”
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Kasba Case Update: বদলা নিতে খুনের ছক? সুশান্তর উপর হামলায় চাঞ্চল্যকর দাবি ধৃত গুলজারের
আরও দেখুন