<p>BJP News: মুম্বাইয়ের দাদরে শুভেন্দু অধিকারী। ‘মুম্বাইকে দেশের অর্থনীতির প্রধান কেন্দ্র হিসেবে সম্মান করি। আপনাদের একটা ভোট অনেক সাহায্য করবে। বিকশিত ভারতের লক্ষ্যে আমরা অনেকটা এগিয়ে যাব। ’মহারাষ্ট্রের অনেক আসনে বাঙালিরাই নির্ণায়ক শক্তি’। আপনাদের প্রতিটি ভোট দেশকে সমৃদ্ধ করবে’, মহারাষ্ট্রে ভোটপ্রচারে গিয়ে বললেন শুভেন্দু অধিকারী।</p>
<p> </p>
<p>উত্তর ২৪ পরগনার সোদপুর মোড়ের নামকরণ করতে হবে তিলোত্তমা মোড়। এই দাবিকে সামনে রেখে আগামী এক মাস ধরে এক লক্ষ সই সংগ্রহ করবে সিপিএমের ছাত্র সংগঠন SFI। আর এই সই সংগ্রহ অভিযানে প্রথম সইটি করলেন নিহত চিকিৎসকের মা এবং বাবা। রবিবার আর জি কর-কাণ্ডের ১০০ দিন পূর্ণ হচ্ছে। তার আগে এদিন নিহত চিকিৎসকের বাড়িতে যান SFI-এর উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সদস্যরা। তাঁরা দীর্ঘক্ষণ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।</p>
Source link
‘বাংলা দিয়ে ভারতে ঢুকছে রোহিঙ্গারা’, ভোটপ্রচারে গিয়ে আক্রমণ শুভেন্দুর
<p>BJP News: মুম্বাইয়ের দাদরে শুভেন্দু অধিকারী। ‘মুম্বাইকে দেশের অর্থনীতির প্রধান কেন্দ্র হিসেবে সম্মান করি। আপনাদের একটা ভোট অনেক সাহায্য করবে। বিকশিত ভারতের লক্ষ্যে আমরা অনেকটা এগিয়ে যাব। ’মহারাষ্ট্রের অনেক আসনে বাঙালিরাই নির্ণায়ক শক্তি’। আপনাদের প্রতিটি ভোট দেশকে সমৃদ্ধ করবে’, মহারাষ্ট্রে ভোটপ্রচারে গিয়ে বললেন শুভেন্দু অধিকারী।</p>
<p> </p>
<p>উত্তর ২৪ পরগনার সোদপুর মোড়ের নামকরণ করতে হবে তিলোত্তমা মোড়। এই দাবিকে সামনে রেখে আগামী এক মাস ধরে এক লক্ষ সই সংগ্রহ করবে সিপিএমের ছাত্র সংগঠন SFI। আর এই সই সংগ্রহ অভিযানে প্রথম সইটি করলেন নিহত চিকিৎসকের মা এবং বাবা। রবিবার আর জি কর-কাণ্ডের ১০০ দিন পূর্ণ হচ্ছে। তার আগে এদিন নিহত চিকিৎসকের বাড়িতে যান SFI-এর উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সদস্যরা। তাঁরা দীর্ঘক্ষণ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।</p>
Source link