Sanju Samson-Tilak Varma: জো’বার্গে জোড়া ফলায় ফালাফালা সব রেকর্ড! রইল মাথা ঘোরানো পরপর পরিসংখ্যান…

Estimated read time 1 min read
0 0
Listen to this article
Read Time:9 Minute, 42 Second


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-১ ব্যবধানে জিতেছে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) টিম ইন্ডিয়া। গত শুক্রবার জোহানেসবার্গে সিরিজের চতুর্থ ও শেষ টি-২০ আই ভারত ১৩৫ রানে জিতেছে। সঞ্জু স্য়ামসন (Sanju Samson), তিলক ভার্মার (Tilak Varma) সৌজন্য়ে। ভারত প্রথমে ব্য়াট করে, এক উইকেটে ২৮৩ রান তুলেছিল। জবাবে আইদেন মারক্রমরা ১৪৮ রানেই গুটিয়ে যান। সঞ্জু ৫৬ বলে অপরাজিত ১০৯ রানের ইনিংস খেলেন। ওদিকে তিলক অপরাজিত ছিলেন ৪৭ বলে ১২০ রান করে। ম্য়াচের সেরাও হয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) স্টার তিলক।

জো’বার্গে জোড়া ফলায় ফালাফালা সব রেকর্ড! রইল মাথা ঘোরানো পরপর পরিসংখ্যান:

সঞ্জু স্যামসন, এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়লেন। রোহিত শর্মা, কলিন মুনরো, রিলি রোসো, ফিল সল্ট এবং সূর্যকুমার যাদবকে নিয়ে ১০ ব্যাটার এক বছরে ২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি করেছিলেন। সঞ্জু প্রথম ক্রিকেটার যিনি বছরে তিনটি টি-২০ আই সেঞ্চুরি করলেন!

আরও পড়ুন: ‘পুস্পা ৩’-এ বিশ্বরেকর্ডধারী ভারতীয় ক্রিকেটার? সিরিজ জিতেই বিগ ব্রেকিং দিলেন SKY

চলতি বছর অক্টোবরে হায়দরাবাদে, বাংলাদেশের বিরুদ্ধে ২৯৭ রান করেছিল ভারত। যা ভারতের টি-২০ আই-তে এখনও পর্যন্ত সর্বাধিক রান। এবার ২৮৩ রান উঠল। ভারতের দ্বিতীয় সর্বাধিক টি-টোয়েন্টি রান এটাই। এই সংস্করণে বিদেশের মাটিতে যদিও ২৮৩ রানই সর্বাধিক।

আইসিসি-র পূর্ণ-সদস্য দল হিসেবে ভারতই ইতিহাস লিখল। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইনিংসে দুই ব্যাটার সেঞ্চুরি পেলেন এই প্রথম!

সঞ্জু-তিলক, ভারতের প্রথম ও দ্বিতীয় ব্য়াটার হিসেবে এক টি-২০ আই সিরিজে জোড়া সেঞ্চুরি করলেন!

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক ৫ রানের ইনিংসে, ভারতের নাম থাকল ৩ এবং ৫ নম্বরে।

ভারত জো’বার্গে ২৩ ছক্কা হাঁকিয়েছে। টি-টোয়েন্টি আই ইনিংসে যা এখনও পর্যন্ত সর্বাধিক। এর আগে ভারত হায়দরাবাদে, বাংলাদেশের বিরুদ্ধে ২২টি ছয় মেরেছিল

তিলক ভারতের হয়ে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে সর্বাধিক ছক্কা মারার রেকর্ড গড়লেন। ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিরাট কোহলির ১৩ ছক্কা ছিল এর আগে। সঞ্জুও কোহলিকে ছাপিয়ে গিয়েছেন। এই সিরিজে ১৯ টি ছয় মেরেছেন তিনি। 

তিলক ভারতের হয়ে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে ব্যাক-টু-ব্যাক শতরান করা প্রথম ভারতীয় হলেন।

সঞ্জু-তিলক মিলে টি-টোয়েন্টি আই ক্রিকেটে দ্বিতীয় উইকেট সর্বাধিক রানের জুটি গড়েছেন। ভারতের হয়ে যে কোনও উইকেটেই এটি টি-টোয়েন্টি আই ক্রিকেটে সর্বাধিক। ২৮৩ রানের ভিতর সঞ্জু-তিলক মিলেই ২১০ রান যোগ করেছিলেন। চলতি বছর ফেব্রুয়ারিতে নামিবিয়ার বিরুদ্ধে নেদারল্য়ান্ডসের সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট এবং মাইকেল লেভিটের করা ১৯৩ রানকে টপকে গেলেন সঞ্জু-তিলক!

তিলক টি-টোয়েন্টি আই-তে তৃতীয় দ্রুততম সেঞ্চুরিকারী ভারতীয় হলেন। তাঁর তিন অঙ্কের রান স্পর্শ করতে ৪১ বল লেগেছে। তালিকায় একে রোহিত শর্মা। ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন। এরপর স্যামসন আছেন তালিকায়। তিনি ৪০ বলে ১০০ করেছিলেন।

টি-টোয়েন্টি আই-তে ভারতীয়দের মধ্য়ে দ্বিতীয় সর্বাধিক ব্যক্তিগত স্কোর এখন তিলকের। তাঁর আগে রয়েছেন শুভমন গিল। ১২৬ রান করেছিলেন তিনি নিউ জিল্য়ান্ডের বিরুদ্ধে।

২০২৪ সালে ভারত ২৫ ম্যাচের মধ্যে ১০টিতেই ২০০ বা তার বেশি রান করেছে। সাধে কী আর ভুবনজয়ী টিম!

আরও পড়ুন: পাক অধিকৃত কাশ্মীরে PCB-র সাধ! ICC করল একেবারে ধুয়ে মুছে সাফ…

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

About Post Author

JagoronBarta

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *