<p style="text-align: justify;"><strong>লন্ডন:</strong> বেন স্টোকসের পর জোফ্রা আর্চার। আগামী আইপিএল থেকে নাম তুলে নিলেন আরও এক ইংল্যান্ড ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই নিজের গতি ও স্যুইংয় তাক লাগিয়ে দিয়েছিলেন আর্চার। কিন্তু গত কয়েক বছর ধরে বারবার চোট আঘাত তাঁকে ভুগিয়েছে। এর আগেও আইপিএল থেকে সরে দাঁড়িয়েছিলেন। এবার আগামী আইপিএলের আগেও নিজেকে রাখলেন না আর্চার। ৫৭৪ জনের যে তালিকা ঘোষণা করা হয়েছে নিলামের জন্য, সেই তালিকায় নাম নেই তারকা ডানহাতি ইংরেজ পেসারের। </p>
<p style="text-align: justify;">সূত্রের খবর, চোট আঘাত প্রবণতা বেড়েছে বলে দেশের জার্সিতে নিজে যাতে পরের মরশুমে ফিট হয়ে মাঠে নামতে পারেন, তার জন্যই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a> থেকে। এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলছে ইংল্যান্ড। সেই দলের সদস্য আর্চার। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দল ইতিমধ্যেই সিরিজ জিতে নিয়েছে। তাঁদের লক্ষ্য এই মুহূর্তে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করা। সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন আর্চার।</p>
Source link
স্টোকসের পর এবার আইপিএল থেকে নাম তুলে নিলেন আর্চারও, কিন্তু কেন?
Read Time:2 Minute, 0 Second