বিহারের শ্যুটার এনে কসবায় কাউন্সিলরের উপরে হামলা, সুশান্তরই পরিচিত ব্যবসায়ীর ফ্ল্যাটে ডেরা

Estimated read time 1 min read
Listen to this article



<p>বিহার থেকে শ্যুটার এনে কসবায় তৃণমূল কাউন্সিলরের উপরে হামলা। সুশান্তরই পরিচিত ব্যবসায়ীর কালিন্দীর ফ্ল্যাটে ডেরা। মূল চক্রীকে গ্রেফতারের পরে দাবি পুলিশের।&nbsp;</p>
<p><br />কসবায় টার্গেট মিস, পরে গলসিতে গ্রেফতার। ধৃত গুলজার সুশান্তর এলাকা পঞ্চান্নগ্রামেরই বাসিন্দা। একমাস আগে বিহার থেকে ২ দুষ্কৃতীকে এনে হামলার ছক!&nbsp;</p>
<p>কসবায় হামলা, শ্যুটার, ট্যাক্সি চালকের পর মূলচক্রীও গ্রেফতার। হাওড়া থেকে বাইকে চেপে পালানোর সময় গলসিতে পাকড়াও। এখনও ফেরার আরও ৩।&nbsp;কেন সুশান্তর উপরে হামলা? কে দিয়েছিল সুপারি? এখনও পরেও ধোঁয়াশা।&nbsp;</p>
<p>কসবায় শপিং মলের কাছেই শ্যুটারদের হামলা। ক্রমশ জনবিচ্ছিন্ন হওয়ার অভিযোগে দলেরই একাংশকে নিশানা সুশান্তর।&nbsp;</p>
<p>কাউন্সিলরের ওপর হামলা। খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী। বাড়িতে গেলেন মেয়র, ডেপুটি মেয়র। বারবার সেই কসবা। গুলি-বোমা। অল্পের জন্য খোদ জনপ্রতিনিধির রক্ষা। নিরাপত্তা বাড়াল সুশান্তর।&nbsp;</p>
<p>কসবাকাণ্ডে বিহার-যোগের তোলপাড়ের মধ্যেই ভাটপাড়ায় তৃণমূল নেতা খুনে উত্তরপ্রদেশ যোগ? বালিয়া পালিয়ে যাওয়ার আগেই নৈহাটি থেকে আরেকজন গ্রেফতার।&nbsp;</p>
<p>৮এ। বক্সিরহাটে গুলিকাণ্ডে নাটকীয় মোড়। বদলা নিতেই বিজেপি কর্মীদের নামে মিথ্যে অভিযোগ, তৃণমূল নেতার ভাগ্নে-সহ ২জনকে গ্রেফতার করে জানাল পুলিশ।<br />কোচবিহারে ‘সাজানো’ গুলি!</p>
<p>উত্তর ব্যারাকপুরের উপ পুরপ্রধানের রহস্যমৃত্যু। একদিন নিখোঁজ থাকার নোয়াপাড়ার ভাড়া বাড়ির ছাদে ঝুলন্ত দেহ। ব্ল্যাকমেলের চাপে আত্মঘাতী, দাবি পরিবারের।&nbsp;</p>
<p>টানা ৩ দিন। লটারিকাণ্ডে ইডির ম্যারাথান তল্লাশি। একযোগে কলকাতা-চেন্নাইয়ে হানা। বাজেয়াপ্ত প্রায় ৯ কোটি টাকা। লটারির মাধ্যমে কালো টাকা সাদা? হিসেব কষছে এজেন্সি।&nbsp;</p>
<p>&nbsp;জেলায় জেলায় তরুণের স্বপ্ন গায়েব। গোয়ালপোখরের টাকা পড়ল কেরলে। আরামবাগের টাকা বিহারের অ্যাকাউন্টে। মালদা-কালিম্পং থেকে ২জন গ্রেফতার।বাংলার টাকা বিহার, কেরলে!<br />&nbsp;<br />কেষ্টর নেতৃত্বেই চলবে বীরভূম তৃণমূলের কোর কমিটি। অভিষেকের বার্তার পরে এক বৈঠকে সিদ্ধান্ত। একসঙ্গে কাজ করার বার্তা। ১৫ ডিসেম্বর ফের বৈঠক।</p>
<p>আজ আর জি কর-কাণ্ডে ১০০ দিন, এখনও মেলেনি বিচার। ফের পথে নাগরিক সমাজ। বিচারের দাবিতে জ্বলল মোমবাতি।উত্তরপ্রদেশের ঝাঁসি মেডিক্যাল কলেজে বিধ্বংসী আগুন। পুড়ে ১০ শিশুর মর্মান্তিক মৃত্যু, দগ্ধ আরও ৫০। আমদাবাদে বহুতলে আগুন, মৃত ১, ২২ জন আহত।&nbsp;<br /><br /></p>
<p>মাঝ নভেম্বরেও শীতের অপেক্ষায় কলকাতা। কাশ্মীরে তুষারপাত। কুপওয়ারা থেকে বান্দিপোরার সীমান্তবর্তী গুরেজ থেকে গুলমার্গ, সোনমার্গ ঢাকল বরফে।&nbsp;</p>



Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours