চঞ্চল মজুমদার,দক্ষিণ দিনাজপুর: সরকারি আবাস প্রকল্পের সুবিধা পেতে দিতে হবে টাকা। দক্ষিণ দিনাজপুরের বংশীহারীতে বিডিও অফিসের কর্মীর টাকা চাওয়ার ভিডিও ভাইরাল হল। বৃহস্পতিবার অভিযুক্ত বিডিও অফিসের কর্মীকে কাছে পেয়ে ঘিরে ধরেন গ্রামবাসীদের একাংশ। এ নিয়ে স্থানীয় বিডিও-র কাছে দায়ের হয়েছে অভিযোগ।
দক্ষিণ দিনাজপুরে BDO অফিসের কর্মীর ভিডিও ভাইরাল
আর কোনও রাখঢাক নয়, একেবারে সরাসরি। বাংলার আবাস প্রকল্পের সমীক্ষার কাজে এসে কখনও গাড়ির তেলের দাম, আবার কখনও খাবারের খরচের নামে সরাসরি গ্রামবাসীদের থেকে টাকা চাইছেন বিডিও অফিসের কর্মী। এমনই ভিডিও ভাইরাল হল দক্ষিণ দিনাজপুরের বংশীহারীতে। একজন প্রকৃত উপভোক্তাও যেন তালিকা থেকে বাদ না যান। বাংলা আবাস যোজনার সমীক্ষা শুরু হওয়ার পর, নবান্ন থেকে এমনই নির্দেশ গিয়েছে জেলায় জেলায়।
আবাস যোজনার তালিকা নিয়ে সমীক্ষা চলার সময় বিডিও অফিসের কর্মীর বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ
সেখানে সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে বিডিও অফিসের কর্মীর বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ সামনে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে বংশীহারী ব্লকের মহামারী গ্রাম পঞ্চায়েতে কল্যাণী এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, ভিডিওটি বৃহস্পতিবারের। এলাকায় আবাস যোজনার তালিকা নিয়ে সমীক্ষা চলার সময় রীতেশ হালদার নামে বিডিও অফিসের এই কর্মীর বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ ওঠে।
বিডিও অফিসের কর্মীর ভিডিও ভাইরাল।
এই পরিস্থিতিতে বৃহস্পতিবার এলাকায় ফের এই কর্মী এলে স্থানীয়রা তাঁকে ঘিরে ধরেন। কার নির্দেশে টাকা চাইছেন? এই প্রশ্নে চেপে ধরতেই বেরিয়ে আসে আসল তথ্য। এ নিয়ে স্থানীয় গ্রামবাসীরাই বিডিও-র কাছে লিখিত অভিযোগ করেন। আবাসের ঘর পেতে টাকা দাবি। বিডিও অফিসের কর্মীর ভিডিও ভাইরাল। যদিও অভিযুক্ত বিডিও অফিসের কর্মীর কোনও প্রতিক্রিয়া মেলেনি।
আরও পড়ুন, ট্যাব কেলেঙ্কারির অভিযোগ এবার কালিম্পঙে ! উত্তর দিনাজপুরই কি হয়ে উঠছে ‘বাংলার মিনি জামতাড়া’?
সমীক্ষা শুরু হতেই জেলায় জেলায় আবাস যোজনার তালিকায় গরমিলের অভিযোগ সামনে আসছে। হুগলির গোঘাটে তৃণমূলের পঞ্চায়েত সমিতির বোর্ডের বিরুদ্ধে আবাস যোজনার তালিকায় স্বজনপোষণের অভিযোগ তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যের। আবাস যোজনার তালিকায় গরমিলের অভিযোগ তুলে বীরভূমের রামপুরহাটেও বিক্ষোভ দেখান স্থানীয় তিলডাঙা গ্রামের বাসিন্দারা। কোথাও তৃণমূলের বিরুদ্ধে সরব তৃণমূলই। কোথাও বিডিও অফিসের দরজা বন্ধ করে বিক্ষোভ। একই দিনে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় গরমিলের অভিযোগ উঠল দুই জেলায়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন