নয়াদিল্লি: আইপিএল মেগা নিলামের (IPL Auction 2025) দিনক্ষণ আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। নিলামে অংশগ্রহণকারী মোট ক্রিকেটারদের সংখ্যাও জানিয়ে দেওয়া হয়েছিল। গতকাল সেই দেড় হাজারেরও অধিক ক্রিকেটারদের তালিকা কাটছাট করে শেষমেশ নিলামে যে কয়জন ক্রিকেটাররা উঠতে চলেছেন, তাঁদের নামও প্রকাশ করে দেওয়া। মোট ৫৭৪ ক্রিকেটার এবারের নিলামে উঠছেন। সেই ৫৭৪ জনের অন্যতম হলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)।
বৈভবের নাম তালিকায় প্রকাশ হওয়ার পরেই তাঁকে নিয়ে হইচই। কারণ তাঁর বয়স। তিনি কোনও দলে সুযোগ পাবেন কি না, সেটা পরের বিষয়। তবে তিনি কিন্তু ইতিমধ্যেই ইতিহাস গড়ে ফেলেছেন। মাত্র ১৩ বছর বয়সি বৈভব নিলামে উঠতে চলা সর্বকালের সবচেয়ে কম বয়সি ক্রিকেটার। নিলামের তালিকায় ৪৯১ নম্বর স্থানে রয়েছেন বৈভব। আনক্যাপড ব্যাটারের তালিকায় রয়েছেন তিনি। ৬৮ নম্বর সেটে তাঁর নাম উঠবে নিলামে। এই বছরের শুরুতেই তিনি শিরোনাম কেড়ে নেন। মাত্র ১৩ বছর বয়সেই জানুয়ারি মাসে বিহারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অনুশীলন ঘটিয়েছিলেন বাঁ-হাতি এই ব্যাটার।
ভারত বনাম অস্ট্রেলিয়ার অনূ্র্ধ্ব ১৯ ইয়ুথ টেস্ট সিরিজ়ের পর সূর্যবংশী নামডাক আরও বাড়ে। সেপ্টেম্বর, অক্টোবরে আয়োজিত এই সিরিজ়ের প্রথম টেস্টে তিনি শতরান হাঁকিয়ে প্রমাণ করে দেন, বয়স কম হলেও, তিনি বড় মঞ্চে পারফর্ম করার জন্য প্রস্তুত। যদিও তাঁর প্রথম শ্রেণির রেকর্ড সত্যি বলতে খুব একটা আহামরি নয়। পাঁচটি প্রথম শ্রেণির ম্যাচে ১০ ইনিংসে মাত্র ১০০ রান করেছেন তিনি। সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেছেন বিহারের এই ব্যাটার। তবে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি যে শুধুমাত্র পরিসংখ্যান নয়, বরং প্রতিভায় বিনিয়োগ করতে বেশি আগ্রহী, তা নিলাম বৈভবের নাম থাকাই প্রমাণ করে দেয়।
এই মাসেই অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ শুরু হচ্ছে। সেই এশিয়া কাপে ভারতীয় দলের অংশ বৈভব। পাকিস্তানের বিরুদ্ধে ৩০ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচ খেলবে ভারতের তরুণ দল। সেখানে কিন্তু বৈভবের দিকে বিশেষ নজর থাকবে। তিনি কি দল পাবেন? ২৪ ও ২৫ তারিখ সৌদি আরবের জেড্ডায় আয়োজিত নিলামে মিলবে উত্তর। সেই নিলামে যে ৫৭৪ জন ক্রিকেটারের উঠবেন, তার মধ্যে ৩৬৬ জন ভারতীয় ক্রিকেটার। ২০৮ জন বিদেশি ক্রিকেটার। যাঁদের মধ্যে ৩ জন রয়েছেন অ্যাসোসিয়েট দেশ থেকে। ৩৬৬ জন ভারতীয়র মধ্যে ৩১৮ জন আনক্যাপড। বিদেশিদের মধ্যে ১২ জন আনক্যাপড ক্রিকেটার। অর্থাৎ, যাঁরা দেশের হয়ে এখনও অভিষেক ঘটাননি বা, গত পাঁচ বছরে দেশের হয়ে কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। যে নিয়মে মহেন্দ্র সিংহ ধোনিও এবারের নিলামে আনক্যাপড হিসাবে উঠবেন।
আরও পড়ুন: রামধনুর দেশে রেকর্ড, ঐতিহাসিক দক্ষিণ আফ্রিকা সিরিজ়ে ইতিহাস তৈরি করে কী বললেন বরুণ?
আরও দেখুন