NOW READING:
নিমতলা ঘাটে ভয়াবহ আগুন, ঘরছাড়া ১৭টি পরিবার
November 16, 2024

নিমতলা ঘাটে ভয়াবহ আগুন, ঘরছাড়া ১৭টি পরিবার

নিমতলা ঘাটে ভয়াবহ আগুন, ঘরছাড়া ১৭টি পরিবার
Listen to this article


Nimtala: গভীর রাতে নিমতলা ঘাটের কাছে মহর্ষি দেবেন্দ্র রোডে বিধ্বংসী আগুন। ভস্মীভূত অন্তত ৫ টি কাঠের গোলা। আগুন ছড়িয়ে পড়ে আসেপাশের বসতি এলাকাতেও। রাত ১.৩০ নাগাদ একের পর এক বিস্ফোরণের আওয়াজ পান স্থানীয়রা। স্থানীয়দের অনুমান রান্নার গ্য়াসের সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণ। নিমতলায় ঘটনাস্থলে দমকলের ২০ টি ইঞ্জিন। নিমতলা ঘাট এলাকায় কাঠের গোডাউনে আগুন নতুন নয়। এর আগেও বেশ কয়েকবার কাঠের গোডাউনে আগুনের সাক্ষী থেকেছে নিমতলা।

 

 

ভর সন্ধেয় কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি ! সূত্র মারফত খবর, ‘কসবায় তৃণমূল কাউন্সিলরকে গুলি, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়েছে। বাড়ির সামনে দাঁড়িয়ে থাকার সময় বাইকে চেপে হামলার অভিযোগ উঠেছে। প্রথমে সুশান্তর বুকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গুলি করার চেষ্টা করা হয় বলে অভিযোগ।এদিকে প্রথমে গুলি না বেরোনোয় ফের গুলি করার চেষ্টা চালিয়েছে দুষ্কৃতীরা বলে সূত্র মারফত খবর।এরপরেই ধাক্কাধাক্কিতে লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি লাগে কাউন্সিলরের বাড়ির দরজায়। এই ঘটনায় ইতিমধ্যেই হামলাকারীর মধ্যে অস্ত্র-সহ একজনকে আটক করা হয়েছে।



Source link