লক্ষ্মীর ভাণ্ডারেও কেলেঙ্কারি? ‘প্রমাণ হাতে নিয়ে’ দাবি শুভেন্দুর

Estimated read time 1 min read
Listen to this article


কলকাতা : স্বপ্ন ভেঙেছে স্বপ্নের প্রকল্প। ট্যাবের টাকা গিয়েছে অন্যের অ্যাকাউন্টে। ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে ট্যাবের টাকা নিয়ে প্রতারণার অভিযোগে শুরু হয়েছে তোলপাড়। এরই মধ্যে Tab এর টাকা যাঁরা পাননি, তাঁদের দিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী । এই প্রসঙ্গে আরো কয়েকটি প্রশ্নও উঠে আসছে বিরোধীদের মুখে। জালিয়াতি হওয়া টাকা কীভাবে উদ্ধার হবে? টাকা উদ্ধার না করে, নতুন করে ‘TAB’-এর টাকা দিলে তো তা দিতে হবে রাজকোষ থেকেই? এর ফলে, তো সাধারণ মানুষের করের টাকাই আবার খরচ হবে। সাধারণ মানুষের করের টাকা নষ্ট করার দায় তাহলে সরকার কেন নেবে না?  

 ‘সব ফাঁস করব’ বলে হুমকি দেন শুভেন্দু

ট্যাব কেলেঙ্কারি নিয়েই যখন এতগুলো প্রশ্ন, সেখানে তৃণমূল সরকারের সবথেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও দুর্নীতি আছে বলে দাবি করলেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী বললেন, তাঁর দাবির স্বপক্ষে উপযুক্ত প্রমাণও হাতে আছে তাঁর। শুভেন্দুর দাবি, লক্ষ্মীর ভাণ্ডারেও ‘কেলেঙ্কারি’আছে। তাঁর হুঁশিয়ারি, ‘এবার লক্ষ্মীর ভাণ্ডারের কেলেঙ্কারি প্রকাশ্যে আসবে’। তাঁর কাছে নাকি লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে যুক্ত কয়েক হাজার ভুয়ো অ্যাকাউন্ট নম্বরও রয়েছে। ‘সব ফাঁস করব’ বলে হুমকি দেন শুভেন্দু অধিকারী।  
 
ইতিমধ্যেই ট্যাব কেলেঙ্কারি নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ‘ট্যাব নিয়ে SIT গঠন হয়েছে। ওটা প্রশাসনের কাজ। প্রশাসনকে করতে দিন।’  মুখ্যমন্ত্রী বলেন,’এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি। সুতরাং আমাদের প্রশাসন খুবই কঠোর। রাফ অ্যান্ড টাফ। তারা ইতিমধ্যেই ৬জনকে গ্রেফতার করেছে। SIT গঠন করেছে।’  

ট্যাব কেলেঙ্কারি নিয়ে বিস্ফোরক শুভেন্দু

এরপর ট্যাব কেলেঙ্কারি নিয়েও বিস্ফোরক দাবি করেন শুভেন্দু অধিকারী। বলেন, ‘ গতকালও বলেছি, রাজ্যের মুখ্যমন্ত্রী চোর। তাঁর পরিবার চোর। সেক্ষেত্রে নীচের তলায় যারা আছে তারাও ঝেড়ে দিচ্ছে টাকা। তারা বলছে, উনি ঝাড়ছেন এত, আমি যদি ৫টি ট্যাবের টাকা ৫০ হাজার ঝাড়ি ক্ষতি কী ! ঝাড়ার প্রতিযোগিতা চলছে। তৃণমূল যুক্ত, আইপ্যাক যুক্ত।’                      

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন : Online Shopping : অনলাইনে কেনা প্রোডাক্ট কোম্পানি ফেরত নিচ্ছে না ? কী করবেন        

আরও দেখুন



Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours