ED Raid: ভর সন্ধেয় খাস কলকাতায় হাড়হিম করা দুষ্কৃতী হামলা। কসবায় তৃণমূল কাউন্সিলরকে গুলি করার চেষ্টা, অল্পের জন্য রক্ষা। বাড়ির সামনে কথা বলার সময় হঠাৎ শপিং মলের দিক থেকে হেলমেট পরা দুষকৃতীদের হামলা। আগ্নেয়াস্ত্র লক হওয়ায় কাউন্সিলরের রক্ষা। বিহারের বাসিন্দা গ্রেফতার। কার সুপারিতে তৃণমূল কাউন্সিলরের উপরে হামলা? বিরোধীদের হাত থাকার তত্ত্ব খারিজ খোদ সুশান্তরই। লটারি-কাণ্ডে কলকাতা-চেন্নাইয়ে ইডির ম্যারাথন অভিযান। প্রায় ৯ কোটির হদিশ! লেক মার্কেটের আবাসনের অফিস থেকেই সাড়ে ৩ কোটি বাজেয়াপ্ত। স্যান্তিয়াগো মার্টিনকে জেরার সূত্রে একযোগে ইডি হানা। লেক মার্কেট-সহ কলকাতার ৩ জায়গায় তল্লাশি। টাকা গুনতে আনা হল কাউন্টিং মেশিন। স্যান্তিয়াগো মার্টিনকে জেরার সূত্রে কলকাতা-চেন্নাইয়ে একযোগে ইডির তল্লাশি। প্রায় ৮ কোটির হদিশ।
গতকালই কালিয়াগঞ্জের বাজারে বিধ্বংসী আগুন। জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অধীনের কালিয়াগঞ্জ বাজারে ভয়াবহ আগুন লাগে বৃহস্পতিবার সন্ধ্যায়। ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাজারের বেশ কিছু দোকান।