সুনীত হালদার, হাওড়া: সালকিয়ার শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দিরে দেব দীপাবলি উদযাপন। শত শত মানুষের ভিড় করেছিলেন সালকিয়ায় গঙ্গা আরতি দেখার জন্য। যা তাদের কাছে হরিদ্বারের মতো অভিজ্ঞতা। যেখানে দেব দীপাবলি সমান জাঁকজমকের সঙ্গে পালিত হয়। আজ সন্ধ্যায় শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির যা বঙ্গেশ্বর মহাদেব মন্দির নামেও পরিচিত। সেখানে সাধুদের পাশাপাশি পূর্ণ্যার্থীরা নদীর ধারে আরতি করেন।
এই বছরও মন্দির কমিটি স্বামী চিদানন্দ সরস্বতী মুনির সহায়তায় ২০২৩ সালের পর দ্বিতীয়বার দেব দীপাবলি কলকাতায় নিয়ে এসেছেন। স্বামী চিদানন্দ জালান পরিবার নির্মিত ৬১ ফুট উচ্চ শিবমূর্তি যা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ২০১৫ সালে উন্মোচন করেছিলেন। সেই মন্দির প্রাঙ্গন উৎসবের মুহূর্ত তৈরি হয়েছে। এদিন পুণ্যার্থীরা প্রার্থনার পর, গঙ্গায় জ্বলন্ত প্রদীপ ভাসান।
আরও পড়ুন, ভর সন্ধেয় কসবার TMC কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি! অল্পের জন্য রক্ষা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন
+ There are no comments
Add yours