# Tags
#Blog

গরহাজির ১০ জন শিক্ষক, অনিয়ম মিড ডে মিলেও, এবার ধমক খেলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

গরহাজির ১০ জন শিক্ষক, অনিয়ম মিড ডে মিলেও, এবার ধমক খেলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
Listen to this article


করুণাময় সিংহ, মালদা: একইদিনে গরহাজির ১০ জন শিক্ষক-শিক্ষিকা। তাও আবার বিনা নোটিসে। সঙ্গে একাধিক বেনিয়ম। স্কুল পরিদর্শনে যেতে এমন অবস্থা দেখলেন মালদা (Malda News) জেলা স্কুল শিক্ষা দফতরের আধিকারিকরা।                            

এবার ধমক খেলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক: ট্যাব কেলেঙ্কারির মধ্যেই এবার মালদার কালিয়াচকের স্কুলে জেলা স্কুল শিক্ষা দফতরের আধিকারিকের হানা। ধরা পড়ে বিস্তর অনিয়মের ছবি। অভিযোগ, নোটিস না দিয়ে একই দিনে স্কুলে গরহাজির ১০ জন শিক্ষক-শিক্ষিকা। মিড ডে মিলে অনিয়ম, শিক্ষক-শিক্ষিকাদের ইচ্ছেমতো হাজিরায় পড়াশোনা শিকেয় উঠেছে বলে অভিযোগ মেলে। পরিদর্শনে গিয়ে অনিয়মের ছবি ধরা পড়ায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে রীতিমতো ধমক দেন জেলা বিদ্যালয় পরিদর্শক। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর  কড়া বার্তা দিয়েছে স্কুল শিক্ষা দফতর। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানিয়েছেন, পদ্ধতিগত ত্রুটি শুধরে নেওয়া হবে। 

এদিকে মিড ডে মিলের চাল চুরির অভিযোগ উঠেছে মালদায়। অভিযুক্ত ইংরেজবাজারের একটি স্কুলের প্রধান শিক্ষক ও এক সহকারী শিক্ষক। ক্যামেরা দেখেই বেগতিক বুঝে বাইক নিয়ে পালিয়ে যান অভিযুক্ত প্রধান শিক্ষক। স্কুলের নাম ঝঞ্ঝাকুমার বিদ্যাপীঠ। অভিযোগ ঘিরে অভিভাবকদের প্রশ্ন, সন্তানসম সেই শিশুদের খাবার কী করে চুরি করতে পারেন শিক্ষক?

স্কুল সূত্রে খবর, ২০২২ সালের মার্চ মাসে ষ্টাফ কাউন্সিল দ্বারা নির্বাচিত হয়ে সকুলের দুই শিক্ষক গোপালচন্দ্র মণ্ডল এবং ভিক্টর কুন্ডু মিড ডে মিলের নোডাল শিক্ষক হিসেবে দায়িত্ব পান। তাঁদের নজরে আসে, প্রধান শিক্ষক সাগরকুমার কুনডু এবং সহকারী শিক্ষক গৌতমচন্দ্র মণ্ডল মিড ডে মিল চাল চুরি এবং হিসেবে ব্যাপক গরমিল করেছেন। এরপরই মালদার জেলাশাসক, পুরসভার চেয়ারম্যান এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এ বিষয়ে প্রধান শিক্ষকের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি কিছু বলতে চাননি।  তাঁর সঙ্গে কথা বলার স্কুলে গেলে ক্যামেরা দেখেই মোটরবাইক নিয়ে পালিয়ে যান। প্রতিক্রিয়া মেলেনি অভিযুক্ত সহকারী শিক্ষকের। মুখ খুলতে চায়নি স্কুল কর্তৃপক্ষ। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন: Tab Scam: কেন্দ্রীয় ভাবেই ট্যাব-কেলেঙ্কারি, তথ্য যাচাই করে অনুমান লালবাজারের

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal