দেওঘর : ঝাড়খণ্ডের দেওঘরে আটকে প্রধানমন্ত্রীর বিমান। দেওঘরে প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। এদিন দুপুরে দেওঘর থেকে দিল্লি ফেরার সময় হয় বিমান-বিভ্রাট। যতক্ষণ না যান্ত্রিক ত্রুটি মেটানো যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত শহরের বিমানবন্দরেই থাকতে হবে বিামনটিকে। যার জেরে প্রধানমন্ত্রীর নয়াদিল্লি ফিরতে বিলম্ব।
বিরসা মুণ্ডার জন্মবার্ষিকী যা জনজাতি গৌরব উৎসব হিসাবে পালিত হয়, সেই উপলক্ষে এদিন ঝাড়খণ্ডে দু’টি জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০ নভেম্বর ঝাড়খণ্ডে দ্বিতীয় দফার ভোট রয়েছে।
এদিনই দেওঘর থেকে ৮০ কিলোমিটার দূরে অবস্থিত ঝাড়খণ্ডের গোড্ডায় প্রায় ৪৫ মিনিট আটতে থাকে রাহুল গান্ধীর হেলিকপ্টার। এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে ছাড়পত্র না পাওয়ায় আটকে যায় হেলিকপ্টারটি। এই পরিস্থিতিতে কংগ্রেস অভিযোগ তুলেছে, লোকসভার বিরোধী দলনেতার নির্বাচনী প্রচারে বাধা সৃষ্টি করার জন্যই এই দেরি করা হচ্ছে।
এদিন সভায় কংগ্রেস ও রাহুল গান্ধীকে আগাগোড়া তুলোধনা করেন প্রধানমন্ত্রী। বিরোধী দলনেতাকে যথারীতি ‘শাহজাদা’ খোঁচা দিয়ে প্রধানমন্ত্রী অভিযোগ তোলেন, এসসি, এসটি ও ওবিসিদের দুর্বল করতে তাদের সংরক্ষণ বাতিল করানোর চেষ্টা করছেন রাহুল গান্ধী।
প্রধানমন্ত্রী বলেন, “কংগ্রেসের ইচ্ছা বিপজ্জনক। কংগ্রেসের শাহজাদা এসসি, এসটি ও ওবিসিদের সংরক্ষণ বাতিল করার চেষ্টা করছেন। রাজপুত্রর বাবা সংরক্ষণকে দাসত্ব বলেছিলেন। পরে ভোটে পরাজিত হয়েছিলেন। সংরক্ষণ বাতিল করার জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন। যদিও এধরনের যে কোনো যড়যন্ত্র আমরা প্রতিহত করব।”
কংগ্রেসের পাশাপাশি এদিন তাদের শরিক দল জেএমএমকেও বিঁধতে ছাড়েননি প্রধানমন্ত্রী। তিনি অভিযোগ তোলেন, ঝাড়খণ্ডের শাসকদল অনুপ্রবেশকারীদের স্থানীয় বসবাসের জায়গা করে তুলছে ঝাড়খণ্ডকে। এর আগে একই অভিযোগ তুলেছেন বিজেপির একাধিক নেতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও একই অভিযোগ তুলে আক্রমণ শানিয়েছেন।
ঝাড়খণ্ডে প্রথম দফার বিধানসভা নির্বাচন হয়েছে গত ১৩ নভেম্বর। আগামী ২০ নভেম্বর দ্বিতীয় দফায় ভোট হতে চলেছে এই রাজ্যে। যাকে কেন্দ্র করে জোরদার প্রচারে নেমেছে রাজনৈতিক দলগুলি। এদিন একদিকে মোদি, অন্যদিকে রাহুলের হাইভোল্টেজ প্রচার ঘিরে সরগরম ঝাড়খণ্ড। আগামী ২৩ নভেম্বর ভোট গণনা হবে।
প্রসঙ্গত, মহেন্দ্র সিংহ ধোনি ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের এবারের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। Jharkhand Assembly Election 2024
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন