পুজোর প্যান্ডেল হোক বা উইকএন্ড ডেস্টিনেশন। হাতে মোবাইল নিয়ে ভিডিও তুলতে শুরু করে দেন অনেকেই। এমনকী নিজের বাড়ির ব্যক্তিগত অনুষ্ঠানেও অনেকে ভিডিও তুলে শর্টস আপলোড করেন সোশ্যাল মিডিয়ায়। যত্রতত্র মোবাইল ক্যামেরা অন করে ছবি বা ভিডিও তোলার অভ্যেসের জন্য অনেকের বিরক্তির কারণও হয়ে ওঠেন তাঁরা। তবে এবার কেন্দ্রীয় সরকার দিচ্ছে এমন এক সুযোগ, যাতে এই রিল বানানোর নেশাই আপনাকে দিতে পারে রোজগারের সুযোগ। ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্ট কর্পোরেশন বা এনসিআরটিসি আয়োজিক এক প্রতিযোগিতায় এমনই কয়েকটি স্টেশনের নাম উল্লেখ করে দেওয়া হয়েছে, যেখানে গিয়ে রিল বানিয়ে আপলোড করলেই জিতে ফেলতে পারেন লাখ দেড়েক টাকা।
অনেকেই তো বেড়াতে গিয়ে রিল শুট করেন। এমনকী রেলের বার্থে শুয়েও অনেকে রিল তৈরি করেন। সম্প্রতি বন্দে ভারত ট্রেনে বহুজনকেই রিল শুট করতে দেখা গিয়েছে। এবার সেই রিল-মেকারদের জন্যই এল সুবর্ণ সুযোগ। আপনি পেশাদার ফিল্মমেকার হতে পারেন, হতে পারেন অনলাইন কনটেন্ট ক্রিয়েটর বা কলেজ পড়ুয়া। প্রতিযোগিতার দরজা খোলা সবার জন্যই। Namo Bharat ট্রেন, RRTS (Regional Rapid Transit System) স্টেশনের ভিডিও তৈরি করতে হবে। কোনও নির্দিষ্ট নিয়ম বলা নেই, নেই কোনও নির্দিষ্ট ছক। স্রষ্টার সম্পূর্ণ স্বাধীনতাই থাকবে। কত সুন্দর ভাবে ভিডিওটি তথ্য পূর্ণ ও দৃষ্টিনন্দন করে তোলা যায়, তার ওপরই নির্ভর করছে তিনি দেড় লাখের পুরস্কার পাচ্ছেন কি না।
এমনিতেই এই স্টেশনগুলি এত সুন্দর, তাই ভিডিওকে দৃষ্টি নন্দন করতে বাড়তি খরচ লাগবে না। আলো বা সেট সাজাতে হবে না। কয়েকটি প্রযুক্তিগত জিনিস মাথায় রাখতে হবে । যেমন ভিডিওর মাধ্যম হতে হবে হিন্দি বা ইংরিজি। MP4 বা MOV ফর্ম্যাটে রিল তৈরি করতে হবে। কমপক্ষে 1080p রেজলিউশন হতেই হবে। আগামী ২০ ডিসেম্বরের মধ্যে ই-মেল করে পাঠাতে হবে কাজটি।
pr@ncrtc.in এ মেল করতে হবে কাজটি। তার সঙ্গে দিতে হবে পুরো নাম, কনটেন্টের সংক্ষিপ্তসার (১০০ শব্দের মধ্যে )। কতক্ষণের ভিডিও । প্রথম পুরস্কার দেড় লাখ টাকা। দ্বিতীয় পুরস্কার ১ লাখ টাকা, তৃতীয় পুরস্কার ৫০ হাজার টাকা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন