জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পঞ্জাবী গায়ক হিসেবে দিলজিৎ দোসাঞ্জ এখন হার্টথ্রব। তাঁর কনসার্টের টিকিট পাওয়ার জন্য অনুরাগীরা উন্মাদনা থাকে তুঙ্গে। এবারের শীতে দিলজিৎ Dil-Luminati Tour করছেন ভারতে। দেশের ১০টি শহরে কনসার্ট করবেন তিনি। সেই মত শুক্রবার দিলজিত্ কনসার্ট হায়দরাবাদে। শো-এর আগে তেলেঙ্গানা সরকার আয়োজকদের একটি নোটিশ জারি করেছে। সেখানে নির্দেশ, এই অনুষ্ঠানে অ্যালকোহল, মাদক এবং সহিংসতার প্রচার করা কোনও গান গাওয়া যাবে না।
হায়দরাবাদে দিলজিতের কনসার্টটি ছিল ভারতের ১০টি শহরে তাঁর Dil-Luminati Tour-এর অংশ। গত ৭ নভেম্বর এই নোটিশ জারি করেন তেলেঙ্গানার রঙ্গারেড্ডি জেলার মহিলা, শিশু, প্রতিবন্ধী ও প্রবীণ কল্যাণ দপ্তরের আধিকারিক। র আগে এই একই বিষয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান দিলজিৎকে সাবধান করেছিলেন। সূত্রের খবর, ওই নোটিসে দিলজিৎকে এও বলা হয়েছে, কনসার্ট চলাকালীন কোনও শিশুকে মঞ্চে তোলা যাবে না। তবে নির্দেশনামায় বলা হয়েছে অতিরিক্ত সাউন্ড ও ফ্লাশ লাইটের কারণে শিশুদের সমস্যা হতে পারে ৷
আরও পড়ুন:Sreemoyee Chattoraj: বেবিমুনে, ফ্লাইটে কোন অভিজ্ঞতায় চমকে ছিলেন ‘মম টু বি’ শ্রীময়ী?
এমনকী ওই নোটিসে একটি ভিডিয়ো প্রমাণ-সহ জমা দেওয়া হয়। দিলজিৎ দোসাঞ্জ গত মাসে নয়াদিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে একটি লাইভ শো চলাকালীন অ্যালকোহল, মাদক এবং সহিংসতার প্রচারের গান গেয়েছেন, নোটিশে উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত, কনসার্টের একদিন আগে হায়দরাবাদ পৌঁছে দিলজিৎ ঘুরে দেখেছেন নিজামের শহর ৷ তিনি শিব মন্দির, স্থানীয় গুরুদুয়ারা ঘুরে দেখেন ৷ সেখানে গিয়ে আশীর্বাদ নেন ৷
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
+ There are no comments
Add yours