ইনদওর: চলতি মরশুমে একাধিকবার একাধিক ম্যাচে ভাল জায়গায় পৌঁছে গিয়েও জয় হাতছাড়া হয়েছে। ফলত রঞ্জি ট্রফির (Ranji Trophy) এলিট গ্রুপ সি-র তালিকায় বেশ অনেকটাই পিছিয়ে রয়েছে বাংলা দল। তবে মধ্যপ্রদেশের বিরুদ্ধে (Madhya Pradesh vs Bengal) ম্যাচে রঞ্জিতে প্রথম জয়ের স্বপ্ন দেখছেন অনুষ্টুপ মজুমদাররা। সৌজন্য মহম্মদ শামি (Mohammed Shami)।
মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রথম দিনে শাহবাজ আমেদের ৯২ রানে ভর করে ২২৮ রান তুলেছিল ভারতীয় দল। জবাবে ব্যাট করতে নেমে দিনটা দুরন্তভাবে শেষ করেছিল মধ্যপ্রদেশ। মাত্র এক উইকেটের বিনিময়ে ১০৩ রান তুলে ফেলেছিল মধ্যপ্রদেশ। তবে দ্বিতীয় দিন সকালেই বল হাতে আগুন ঝরালেন মহম্মদ শামি। চার চারটি উইকেট নিলেন তিনি। আর তাতেই দ্বিতীয় দিনে মাত্র ৬২ রানে নয় উইকেট হারিয়ে ১৬৭ রানেই গুটিয়ে যায় বেঙ্কটেশ আইয়ারদের ইনিংস।
২০১৮ সালে শেষবার মহম্মদ শামিকে বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে দেখা গিয়েছিল। এতদিন পরে তাঁকে আবার বাংলার হয়ে খেলতে দেখা যাবে ভেবেই ময়দানের ক্রিকেটপ্রেমীরা বেশ উৎসাহে ছিলেন। মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রথম দিন ১০ ওভার বোলিং করে মহম্মদ শামি কোনও সাফল্য পাননি। তবে দ্বিতীয় দিনের শুরুতেই অধিনায়ক আট রানে শুভম শর্মার উইকেট ভেঙে দেন শামি। এরপর তিনি আবার শেষের দিকে ফিরে মধ্যপ্রদেশের লোয়ার অর্ডারকে দ্রুত সাজঘরে ফেরত পাঠান। সারাংশ জৈনকে আউট করেন শামি।
এরপরে কুমার কার্তিকেয়া এবং কুলবন্ত খেজরোলিয়াকেও পরপর বলে আউট করেন তিনি। পাতিদারের উইকেট না পেলেও, তাঁকে বারংবার পরাস্ত করেন শামি। তারকা ফাস্ট বোলারকে সামলাতে গিয়েই নাকানিচোবানি খেতে হয় তারকা ব্যাটারকে। ৬১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলার শুরুটা একেবারেই ভাল হয়নি। মাত্র চার রানে সাজঘরে ফেরেন শুভম দে। তবে এই ইনিংসে তাঁর সঙ্গে ওপেন করতে নামা সুদীপ কুমার ঘরামি ও সুদীপ চট্টোপাধ্যায় বাংলা ইনিংসকে স্থিরতা প্রদান করেন।
দুই সুদীপই ব্যক্তিগত ৪০ রানে সাজঘরে ফেরেন। অধিনায়ক অনুষ্টুপ ১৯ রানের বেশি করতে পারেননি। প্রথম ইনিংসে নজরকাড়া শাহবাজও তিন রানে ফেরেন। ১৩৩ রানে আধা বাংলা দল সাজঘরে ফিরে যায়। তবে এরপর দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত আর কোনও উইকেট পড়েনি। ষষ্ঠ উইকেটে ঋদ্ধিমান ও ঋত্ত্বিক চট্টোপাধ্যায় ৩৭ রান যোগ করে ফেলেছেন। ঋত্ত্বিক ৩৩ ও ঋদ্ধি ২১ রানে অপরাজিত রয়েছেন। দিনশেষে বাংলার সংগ্রহ ১৭০ রান। আপাতত ২৩১ রানে এগিয়ে বাংলা। ম্যাচে এখনও দুইদিনের খেলা বাকি। বাংলার হাতে রয়েছে পাঁচ উইকেট। এমন পরিস্থিতিতে যে বাংলা দলই ম্যাচে আপাতত এগিয়ে রয়েছে, তা বলাই বাহুল্য।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়়ুন: ব্যাটে রানের খরা, তবে উন্মাদনায় কোনও ঘাটতি নেই, কোহলিকে এক ঝলক দেখতে গাছে চড়লেন অনুরাগীরা
আরও দেখুন