নয়া দিল্লি: দিনে নয় বরং গভীর রাতে ‘তেনাদের’ দেখা মেলে, এমনই সব ‘গল্প’ শোনা যায়। কিন্তু রাতের ঝলমলে আলোতেও দেখা যাচ্ছে ‘ভূত’। মধ্য নভেম্বরে জাঁকিয়ে শীত পড়েনি ঠিকই, তবে ভোরের দিকে কিংবা সূর্যাস্তের হালকা ঠান্ডা আমেজ টের পাওয়া যাচ্ছে। কিন্তু এরই মধ্যে যদি আপনার সামনে এসে দাঁড়ায় বিবর্ণ এক মুখ, ভয়ঙ্কর ঠান্ডা স্রোত তখন শিড়দাঁড়া বেয়ে নামতে বাধ্য!
রাতের রাস্তায় যে ভূত দেখা যাচ্ছে সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ভয়ঙ্কর সেই মুখ! ভাষায় প্রকাশ করা যায় না। বিবর্ণ, ফ্যাকাশে মুখে-গালে লেগে রক্ত, চোখের মণিতে ভৌতিক চাহনি, সাদা কোটরে মণি প্রায় দেখাই যায় না, স্থির সেই দৃষ্টি, খোলা চুল, সাদায় জামায় লেগে রক্ত, হেঁটে বেড়াচ্ছেন রাস্তায়!
দিল্লির অমন জমজমাট রাজপথে হঠাৎই ‘উপদ্রব’ শুরু হয়েছে এই ভূতের! আচমকা দেখে হাত-পা ঠান্ডা হওয়ারই উপক্রম।
তবে কি না সেই ভূত হেসেও ফেলছেন মাঝে মধ্যে। কিংবা পথচারীদের দেখে ফটো তোলার মতো পোজও দিচ্ছেন! আসলে তিনি সত্যি ভূত নন। দিল্লিতে হ্যালোইন উপলক্ষে এই ভিডিয়ো কনটেন্টটি তৈরি করেছিলেন শেফালি, তিনি একজন মেকআপ আর্টিস্ট! যদিও শেফালির সাজ দেখে অনেকেই আঁতকে উঠেছেন। শিশুরা তো ভয় পেয়েছেই, পাশাপাশি অনেক প্রাপ্তবয়স্কও ভয় পেয়ে যান সেই মেকআপ আর্টিস্টকে দেখে।
আরও পড়ুন, ‘এবার থেকে আর খাব না’, সোনপাপড়ি বানানোর ভাইরাল ভিডিও দেখে কেন এই প্রতিক্রিয়া নেটিজেনদের?
অনেকেই মজা পেয়ে সেই দৃশ্য লেন্সবন্দি করেছে। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যদিও এভাবে ভয় দেখানো উচিত নয়, এমন কমেন্ট করেছে অনেক নেটিজেনরাই। তবে এ নিয়ে আবার অনেক নেটনাগরিকরা আশঙ্কা প্রকাশ করেছেন, তাঁদের কথায়, ‘এর পর থেকে লোকে সত্যিকারের ভূত দেখলে ভাববে যে সে কনটেন্ট ক্রিয়েটার।’
হ্যালোইনের সংস্কৃতি অবশ্য আমাদের দেশে জনপ্রিয় নয়। তবে এখন বড় বড় শহরের অনেক জায়গাতেই হ্যালোইন পালন হয়। সেই ট্রেন্ডে গা ভাসিয়েই এই কাজ করেছেন শেফালি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও দেখুন