# Tags
#Blog

ট্যাব কেলেঙ্কারি কাণ্ডে মালদায় শিক্ষক গ্রেফতার ! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে ‘ ID পাচার..’

ট্যাব কেলেঙ্কারি কাণ্ডে মালদায় শিক্ষক গ্রেফতার !  চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে ‘ ID পাচার..’
Listen to this article



<p><strong>মালদা:</strong> একদিকে যখন আরজিকর কাণ্ডের পর প্রশ্নের মুখে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা। নিয়োগ দুর্নীতির পর শিক্ষাক্ষেত্রে ফিরল ট্যাব কেলেঙ্কারি। একটু আধটু নয়, জেলায় জেলায় ট্যাবের টাকা পড়ুয়া পায়নি বলে অভিযোগ। টাকা চলে গিয়েছে অন্য অ্যাকাউন্টে ! এবার ধরা পড়ল অভিযুক্ত। মালদায় গ্রেফতার শিক্ষক !</p>
<p>মালদায় ধৃত ৫জনের মধ্যে স্কুলের চুক্তিভিত্তিক শিক্ষক! ভগবানপুর KBS স্কুলের শিক্ষক রকি শেখকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি বৈষ্ণবনগরের বাড়ি থেকেই &nbsp;গ্রেফতার হয়েছে চুক্তিভিত্তিক শিক্ষক। সূত্র মারফত খবর, ১২ ঘণ্টা ধরে জেরার পরে গ্রেফতার, পেন ড্রাইভ, হার্ড ডিস্ক বাজেয়াপ্ত &nbsp;করা হয়েছে। বিভিন্ন স্কুলের ইউজার আইডি পাচার করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।</p>
<p>ট্য়াব কেনার জন্য় সরকারি টাকা ঢোকার কথা পড়ুয়াদের অ্য়াকাউন্টে। কিন্তু কোথাও সেই টাকা গায়েব হয়ে যাচ্ছে! কোথাও আবার সেই টাকা ঢুকছে ভিনরাজ্য়ের অ্য়াকাউন্টে! ঘটনায় একাধিক জায়গা থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। কোথাও ‘ট্য়াব’ কেনার জন্য় রাজ্য় সরকারের দেওয়া টাকা একজনের বদলে অন্যের অ্য়াকাউন্টে চলে গেছে! কোথাও বাংলার সরকারি প্রকল্পের টাকা সরাসরি পড়ছে ভিনরাজ্য়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো কোথাও তো আবার একজনের অ্যাকাউন্টেই টাকা পড়েছে দু’বার। একের পর এক আজব অদ্ভূতুড়ে ঘটনা। আর তাতেই আতান্তরে ভবিষ্যৎ। এ যেন ‘তরুণের স্বপ্ন চুরি’! তরুণদের স্বপ্নভঙ্গ।&nbsp;</p>
<p>পূর্ব মেদিনীপুর থেকে পূর্ব বর্ধমান,মালদা থেকে উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ থেকে পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম। ক্রমশ দীর্ঘ হচ্ছে তালিকা। জেলার গণ্ডি ছাড়িয়ে কলকাতাতেও উঠছে এই অভিযোগ। রাজ্য় সরকারের দেওয়া ট্য়াবের টাকা ঘিরে দিকে চরম জালিয়াতি! কেলেঙ্কারি। পড়ুয়া থেকে শিক্ষক-অভিভাবক চওড়া হচ্ছে কপালের চিন্তার ভাঁজ।</p>
<p>আরও পড়ুন, <a title="নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বর্ধমান মেডিকেলে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার, ‘ভুল বলছে রাজ্য..’ !" href="https://bengali.abplive.com/district/purba-bardhaman/east-bardhaman-news-kolkata-former-cp-visit-bardhaman-medical-to-inspected-security-system-1105248" target="_self">নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বর্ধমান মেডিকেলে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার, ‘ভুল বলছে রাজ্য..’ !</a></p>
<p>সম্প্রতি কাঁকসা গার্লস হাইস্কুল প্রধান শিক্ষিকা সুমনা পাল বলেন, বাংলার শিক্ষা পোর্টাল হ্যাক হয়েছে। পানাগড়ের IFSC কোড, কিন্তু অ্যাকাউন্টটা পানাগড়ে এগজিস্ট করছে না। সেটা হয়তো অন্য কোনও জায়গায় হচ্ছে, সেটা হয়তো টালিগঞ্জের অ্যাকাউন্ট। বা অন্য বাইরের কোথাকার অ্যাকাউন্ট। ইউনিয়ন ব্যাঙ্ক পানাগড় IFSC, অথচ সেটা এখানকার অ্যাকাউন্ট নয়। &nbsp;ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করেছিলাম, বলছে টাকা তোলা হয়ে গেছে। সাইবার সেল তদন্ত করছে।’ মুর্শিদাবাদের সালারের, টেঁয়া শান্তিসুধা দাস হাইস্কুলে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ। ১৫ জন পড়ুয়ার ট্যাব কেনার জন্য সরকারের দেওয়া টাকাই নাকি জমা পড়েছে বিহারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে!</p>
<p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&amp;source=gmail&amp;ust=1731580464405000&amp;usg=AOvVaw1wh3kytkiCFSUuLcpRnWHW">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a>&nbsp;</em></strong></p>
<div class="yj6qo">&nbsp;</div>
<div class="adL">&nbsp;</div>



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal