Offbeat News: বিয়ের জন্য বাড়ি, রেসর্ট (Marriage Hall Booking) তো বুক করে অনেকেই। কখনও ভেবেছেন মেট্রোরেলের ( Metro Rail) কামরায় বিয়ের কথা ? না ভাবলে এবার ভাবুন। সবাইকে চমকে গিয়ে আপনার বিয়ের স্মৃতি (Marriage In Metro) হবে আলাদা। জানেন এর জন্য় কত টাকা খরচ হতে পারে।
রেলের মতো বুক করতে পারেন মেট্রো কোচ ?
আপনি একটি ‘ডেস্টিনেশন ওয়েডিং’ বা কোথাও যেতে একটি ট্রেনে সম্পূর্ণ কোচ রিজার্ভ করতে পারেন। এর জন্য IRCTC ফুল ট্যারিফ রেট বা FTR পরিষেবা দিয়ে থাকে। যার মাধ্যমে আপনি পুরো কোচ বা এমনকি ট্রেন রিজার্ভ করতে পারেন। কিন্তু অনেকের মনে একটা প্রশ্ন জাগে, ভারতীয় রেলের মতো বিয়ের পার্টির জন্যও কি মেট্রো কোচ বুক করা যায়?
Marriage In Metro: আপনি মেট্রো কোচ বুক করতে পারেন
আপনি যদি মেট্রোতে ভ্রমণের জন্য একটি সম্পূর্ণ কোচ বুক করতে চান ? হ্যাঁ, ভারতীয় রেলের মতো, দিল্লি মেট্রো এবং নয়ডা মেট্রো রেল কর্পোরেশন তাদের যাত্রীদের এই সুবিধা দিয়ে থাকে। দিল্লি মেট্রো শুধুমাত্র পর্যটক, বিদেশি পর্যটক, সরকারি ও বেসরকারি স্কুলের বাচ্চাদের এবং প্রতিবন্ধীদের জন্য পরিচালিত এনজিওগুলির জন্য এই সুবিধা দিয়ে থাকে। যার মোট ভাড়া 30 থেকে 50 হাজার টাকা পর্যন্ত।
বুকিংয়ের সময়, একটি কোচে সর্বাধিক 50 জনের অনুমতি দেওয়া হয় এবং এর সঙ্গে দিল্লি মেট্রো কোচ বুকিং নিয়ে দু’জন স্টাফ দিয়ে থাকে। যারা পরিষ্কার এবং গাইডিংয়ের জন্য আপনাদের সঙ্গে থাকবে।
NMRC বিয়ের পার্টির জন্য মেট্রো কোচ দেয়
2020 সালে নয়ডা মেট্রো রেল কর্পোরেশন জানিয়েছিল, যেকেউ চাইলে বিয়ের পার্টি এবং জন্মদিনের পার্টির জন্য নয়ডা এবং গ্রেটার নয়ডা মেট্রো বুক করতে পারে। যার জন্য তাকে 15 দিন আগে একটি আবেদন জমা দিতে হবে। সেই ক্ষেত্রে যিনি আগে আসবেন, সেই ভিত্তিতে অগ্রাধিকার পাবেন।
যখন NMRC এই বুকিং নিশ্চিত করে, তখন আবেদনকারীকে লাইসেন্স ফি জমা দিতে হবে। যা প্রতি ঘণ্টায় মেট্রো কোচে পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত হতে পারে । এর পাশাপাশি আবেদনকারীদের মেট্রোর নিয়মও মানতে হবে।
আরও পড়ুন এখানে : Cyber Crime: সোশ্যাল মিডিয়ায় বড় ফাঁদ, ব্যবহার করার আগে কী কী সতর্কতা অবলম্বন করবেন জানেন ? বলছেন বিশেষজ্ঞ
আরও দেখুন