<p>ABP Ananda live: হাইকোর্টের নির্দেশে মন্দিরতলায় গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের অবস্থান শুরু। গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।’আপনাদের লড়াইকে আমি কুর্নিশ জানাই’।’মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পাহাড়ে যাওয়ার কোনও পরিকল্পনা ছিল না’।’আপনাদের ভয়ে ব্যাগ গুছিয়ে পাহাড়ে পালিয়েছেন’।’কারও দয়ায় আপনারা এখানে ধর্না-অবস্থান করছেন না’।’হাইকোর্টের অনুমতিতে আপনারা এখানে অবস্থান করছেন’।’সরকারের তরফে মুখ্যসচিবের আপনাদের থেকে ডেপুটেশন নেওয়ার কথা’।’মুখ্যসচিব না নিলে আর কারও কাছে ডেপুটেশন দেবেন না’।’মমতা বন্দ্যোপাধ্য়ায় কাউকে চাকরি দিতে পারবেন না’।’চাকরির বেতনের টাকায় ভোটের জন্য লক্ষ্মীর ভাণ্ডার দেবেন’।’বাংলায় যতক্ষণ মমতা থাকবেন, একটাও নিয়োগ হবে না’।’রাজ্যে ৬ লক্ষ স্থায়ী পদ অবলুপ্ত করেছে তৃণমূল সরকার”রাজ্যে ৬ লক্ষ স্থায়ী পদ অবলুপ্ত করেছে তৃণমূল সরকার’।’স্থায়ী পদ অবলুপ্ত করে অস্থায়ী নিয়োগ করছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়’।’প্রশাসনের লোকেরাও আমাদের কথা শুনছেন’।’আমি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব’।’১৫ মাস সময় দিন, ভাইপোকেও জেলে ঢোকাব’।’বাম আমলে রাজ্যের দেনা ছিল ২ লক্ষ কোটি টাকা’, বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর।</p>
Source link
‘ভাইপোকে জেলে ঢোকাবো ‘, ফের ডেডলাইন দিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর
Read Time:1 Minute, 59 Second