NOW READING:
Suvendu Adhikari : CCTV ক্যামেরা বসানোয় কাটমানি TMC-র , বিস্ফোরক অভিযোগ শুভেন্দু
November 11, 2024

Suvendu Adhikari : CCTV ক্যামেরা বসানোয় কাটমানি TMC-র , বিস্ফোরক অভিযোগ শুভেন্দু

Suvendu Adhikari : CCTV ক্যামেরা বসানোয় কাটমানি TMC-র , বিস্ফোরক অভিযোগ শুভেন্দু
Listen to this article


সিসিটিভিতেও কাটমানির অভিযোগ । সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর। রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে নিরাপত্তার জন্য বসানোর কাজ চলছে। সেই সিসিটিভির টেন্ডারেই দুর্নীতির অভিযোগে সরব বিরোধী দলনেতা। সিসিটিভির খরচ অনেক বেশি ধার্য করা হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি শুভেন্দুর

আরও পড়ুন, RG Kar Case: সন্দীপ ঘোষদের ‘বেআইনিভাবে আটকে রাখা’! গুরুত্বই দিল না হাইকোর্ট…

ফেসবুক পোস্টে বিরোধী দলনেতা লিখেছেন, ঝাড়গ্রাম মেডিক্যালে একশো পঁচানব্বইটি সিসিটিভির জন্য দরপত্রে মুল্য ধরা হয়েছে তিন কোটি বাইশ লক্ষেরও বেশি। অর্থাত্‍ একটি সিসিটিভির জন্য খরচ এক লক্ষ পঁয়ষট্টি হাজা চারশো টাকা। আরামবাগ মেডিক্যাল কলেজে পঞ্চাশটি সিসিটিভি জন্য টেন্ডারে দাম ধার্য হয়েছে এক কোটি পঁচাত্তর লক্ষেরও বেশি।

একটি সিসিটিভির জন্য খরচ তিন লক্ষ একান্ন হাজার নশো চুয়াত্তর টাকা। সোশ্যাল মিডিয়ায় নথি পোস্ট করে দাবি শুভেন্দুর। এছাড়াও তিনি লিখেছেন, গোটা রাজ্যের মানুষ জানে, মমতা ব্যানার্জি আর তার সরকার সীমাহীন দুর্নীতির পাঁকে নিমজ্জিত। কিন্তু এই অবিশ্বাস্যকর চমকে দেওয়া দরপত্র সব দুর্নীতিকে ছাপিয়ে গিয়েছে। 

আরও পড়ুন, RG Kar: আবার সেই আরজি কর! হস্টেলের ঘরে এবার আত্মহত্যার চেষ্টা নার্সিং পড়ুয়ার…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link