জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একের পর এক খুনের হুমকি পাচ্ছে গোটা বলিউড। বিগত ১০ দিনে ৪ বার খুনের হুমকি পেয়েছেন সলমান খান। নভেম্বরের শুরুতেই প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে শাহরুখ খানকে। এমনকী সম্প্রতি ছেলের অফিসের সামনে রাস্তায় গুলি করে মারা হয়েছে প্রাক্তন বিধায়ক বাবা সিদ্দিকীকে। একাধিক মেগাস্টারকে খুনের হুমকি দিয়ে খবরের শিরোনামে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। এবার সেই খুনের হুমকির তালিকায় নতুন নাম মেগাস্টার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)।
আরও পড়ুন- Mostafa Sarowar Farooki: বদলের বাংলাদেশে সিনেমা ছেড়ে রাজনীতিতে ফারুকী, পেতে চলেছেন মন্ত্রিত্ব…
জানা যাচ্ছে যে পাকিস্তান থেকে শাহাজ়াদা ভাট্টি নামের এক গ্যাংস্টারের তরফে ভিডিয়ো বার্তায় হুমকি দেওয়া হয়েছে মেগাস্টারকে। সেই গ্য়াংস্টারের দাবি, সম্প্রতি মিঠুনের মন্তব্যে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগ আঘাত লেগেছে। সেই কারণে অভিনেতাকে শীঘ্রই ক্ষমা চাইতে হবে। আগামী ১০-১৫ দিনের মধ্যে ক্ষমা না চাইলে তাঁর প্রাণনাশের সম্ভাবনা রয়েছে।
কলকাতার এক অনুষ্ঠানে মুসলমানদের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করছেন প্রবীণ অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী, এমনটাই দাবি। সল্টলেকের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে (ইজেডসিসি) অনুষ্ঠিত এই অনুষ্ঠানে এই মন্তব্য করে বিপাকে অভিনেতা। অমিত শাহর উপস্থিতিতে মিঠুন তাঁর বক্তব্যে বলে, ‘একদিন কেটে আমাদের ভাগীরথীতে নয়, কারণ ভাগীরথী আমাদের মা, বরং তোমার জমিতে ফেলে দেবে’। এই বক্তব্যের পরে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। সম্প্রতি দুবাই ভিত্তিক পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদ ভাট্টি সোশ্যাল মিডিয়ায় চক্রবর্তীর বিরুদ্ধে খোলাখুলি হুমকি জারি করেছে।
আরও পড়ুন- Indrani Halder: ‘আমি আর মা রোজই কাঁদি তোর জন্য…’, ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে শোকে কাতর ইন্দ্রানী…
শাহজাদ ভাট্টি হল ভারতীয় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই-এর ঘনিষ্ঠ সহযোগী, যিনি সলমান খান-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার জন্য খবরের শিরোনামে ছিলেন। বিষ্ণোই সলমানকে হুমকি দিয়েছেন এবং কৃষ্ণসার হরিণ হত্যার জন্য ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। সম্প্রতি সলমনের ঘনিষ্ঠ বন্ধু এবং এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে নৃশংসভাবে হত্যা করা হয় এবং বিষ্ণোই গ্যাং সেই খুনের দায় স্বীকার করে। সম্প্রতি সবরমতী জেল থেকে শাহজাদের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলে লরেন্স। সেই ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)