কলকাতা: আর জি কর-কাণ্ডের ৩ মাস পার, বিচারের দাবিতে ফের পথে জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তারদের ডাকে ফের রাজপথে নাগরিক মিছিল। ‘ক্যালেন্ডারে ৩ মাস পার, কী পেলাম,কী পেলাম না ? ‘, RG কর কাণ্ডে মুখ খুললেন জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার।
‘৩ মাস পার, ‘মানুষ আস্থা হারাচ্ছে, কী পেলাম, কী পেলাম না ?..’
পরপর পিছোনোর চলতি সপ্তাহে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ওঠে RG কর মামলা। শুনানিতে আদালতে স্টেটাস রিপোর্ট জমা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI. CBI-কে তদন্ত চালিয়ে যেতে নির্দেশ দেয় শীর্ষ আদালত। এদিন জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেন, আজকে ক্যালেন্ডারের হিসেবে ৩ মাস পেরোল। আমরা দেখছি সুপ্রিম কোর্টে তারিখ পে তারিখ। তারপর গিয়ে একটা ১ ঘণ্টার শুনানি।এই গোটা বিষয়টা, আমাদের বিচার ব্যবস্থা বলুন, সিবিআই বলুন, সাধারণ মানুষের যে আস্থা -বিশ্বাস , সেটা কিন্তু ধাক্কা খাচ্ছে। এবং আমি মনে করি যতদিন না অবধি, আমাদের লড়াই, আমাদের আন্দোলন, রাজপথে থাকছে, ততদিন অবধি, এদের উপর আমরা চাপ সৃষ্টি করতে পারব না। এবং ঠিক সেই জন্যই আমরা যতদিন না অবধি আমরা ন্যায় বিচার ছিনিয়ে আনতে পারব, আমরা রাজপথে আছি, আমরা রাজপথে থাকবো।’
‘কারা কী মোটিভে এই ঘটনা ঘটিয়েছিল ? ‘
তিনি আরও বলেন,’ আজকে পশ্চিমবঙ্গের জনগণ শাসকের রক্তচোখ উপেক্ষা করে, রুখে দাঁড়ানোর যে হকটা দেখাচ্ছেন, সেটা এই আন্দোলনের পাওয়া। প্রত্যেকটা জায়গায় , সেটা মেডিক্যাল কলেজ হোক, সেটা পাড়ার ক্লাব হোক, সেটা ইন্ডাস্ট্রি হোক, সেখানে মানুষ সত্যিকে সত্যি এবং মিথ্যেকে মিথ্যে বলছেন। সর্বত্রই দলীয় রাজনীতিকে ছুঁড়ে ফেলে দিয়ে নিজেরা উপলব্ধ হচ্ছেন। এই নাগরিক আন্দোলন কিন্তু এই পাওয়াটাকে এগিয়ে নিয়ে যাবে। আর যদি বলেন কী পেলাম না ? যে ৯ তারিখ কে বা কারা আসলে এই নারকীয় ঘটনা ঘটিয়েছিল ? কী মোটিভে ঘটিয়েছিল ?’ এরপর তিনি সিবিআই এর চার্জশিটকে ‘দুর্বল’ বলেই উল্লেখ করেন।
আরও পড়ুন, ৬ কেন্দ্রে উপনির্বাচনের আগে কমিশনের দ্বারস্থ TMC, ‘সুকান্তকে শোকজ করুক..’
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন