<p>ABP Ananda Live: পোশাক খুলে নাচতে চাপ, রাজি না হওয়ায় শিল্পীদের আটকে রেখে মারধর’ বিস্ফোরক অভিযোগ নন্দকুমারের একটি ক্লাবের পুজো উদ্যোক্তাদের বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ গিয়ে শিল্পীদের উদ্ধার করে। পুজো উপলক্ষ্যে জলসার আয়োজন করে নন্দকুমারের সোনার বাংলা ক্লাব। ক্লাব উদ্যোক্তাদের বিরুদ্ধেই শিল্পীদের হেনস্থার অভিযোগ। দুই ক্লাব সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। </p>
<p> </p>
<p>নলপুর স্টেশনে অত্যন্ত ধীর গতিতে চালু হল লোকাল ট্রেন পরিষেবা। দক্ষিণ পূর্ব রেলের নলপুর স্টেশনের কাছে লাইনচ্য়ুত ডাউন শালিমার সেকন্দ্রাবাদ সাপ্তাহিক এক্সপ্রেস। আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ শালিমাার স্টেশনের দিকে যাওয়ার সময় ঘটে এই ঘটনা। সূত্রের খবর, এক নম্বর লাইন থেকে যাওয়ার কথা থাকলেও এক্সপ্রেসটি কোনভাবে দু’নম্বর লাইনে চলে আসে। লাইনচ্য়ুত হয় এক্সপ্রেসের পাঁচটি বগি। ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। ঘটনার জেরে ট্রেন চলাচল ব্য়হত হয়েছে হাওড়ার দক্ষিণ পূর্ব শাখায়। তদন্ত শুরু করেছে দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ। দুর্ঘটনার জেরে হাওড়ার দক্ষিণ-পূর্ব শাখায় রেল চলাচল ব্যাহত। যাত্রীরা চরম হয়রানির শিকার হচ্ছেন। প্রবল যাত্রী দুর্ভোগের ছবি হাওড়া স্টেশনে। </p>
Source link
পোশাক খুলে নাচতে চাপ, রাজি না হওয়ায় শিল্পীদের আটকে রেখে মারধর
Read Time:2 Minute, 6 Second