সমীরণ পাল, নৈহাটি: এবার মদন মিত্রর (Madan Mitra) নিশানায় নিহত চিকিৎসকের পরিবার ও জুনিয়র ডাক্তাররা। অমিত শা-কে চিঠি লেখা নিয়ে তৃণমূল বিধায়কের কটাক্ষ, পত্রাঘাতের পরিবর্তে মিলেছে পদাঘাত, দেখাই করেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জুনিয়র ডাক্তারদের আন্দোলন শেষ হয়ে গেছে, কিছু ভুঁইফোড় নেতা তৈরি হয়েছে বলেও কটাক্ষ করেন মদন।
নিশানা মদনের: এবার মদন মিত্রর আক্রমণের মুখে জুনিয়র ডাক্তারদের আন্দোলন। অমিত শা-কে চিঠি লেখা নিয়ে নিহত চিকিৎসকের পরিবারকেও কটাক্ষ করেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক। আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় অভূতপূর্ব আন্দোলনের সাক্ষী থেকেছে গোটা দেশ। রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে বারবার সরব হয়েছে বিরোধীরা। এই আবহেই ১৩ নভেম্বর, উত্তর ২৪ পরগনার নৈহাটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। বুধবার নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দে-র সমর্থনে প্রচারে যান মদন মিত্র। অমিত শা-কে চিঠি লেখা নিয়ে নিহত চিকিৎসকের মা-বাবাকে কার্যত কটাক্ষ করেন কামারহাটির তৃণমূল বিধায়ক। মদন মিত্র বলেন, “যারা ভেবেছিল জোর খেলা খেলে দিয়েছি। সলিড খেলা। তারা বুঝতে পারেনি মেয়ের মা-বাবা চার লাইনের চিঠি অমিত শাহকে লিখবে। আর অমিত শাহ পত্রাঘাতের পরিবর্তে পদাঘাত করে চলে যাবে, দেখা পর্যন্ত করবে না।”
মদনের নিশানায় ছিলেন জুনিয়র ডাক্তাররাও। কামারহাটির তৃণমূল বিধায়ক বলেন, “ওরা বাজার থেকে বেরিয়ে গেছে, গেট আউট। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নিজের জায়গায় আবার ফিরে এসেছেন। এখন কী হয়েছে, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। হঠাৎ রাতারাতি ওদের কিছু ভুঁইফোড় নেতা গজিয়ে গেছে। এতে কিছু হবে না। আন্দোলনটা শেষ হয়ে গেছে।
আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় ন্যায়বিচারের দাবিতে আন্দোলন শুরু হওয়ার পর থেকেই বারবার তৃণমূলের নেতা, মন্ত্রী, সাংসদদের রোষের মুখে পড়েছেন জুনিয়র ডাক্তাররা। সম্প্রতি রাজ্য সফরে এসেছিলেন অমিত শা। তাঁর সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি দিয়েছিলেন আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসকের মা-বাবা। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পাননি তাঁরা। এই নিয়ে মদনের মন্তব্যের জবাব দিয়েছেন সন্তানহারা দম্পতি। এদিকে শনিবার আর জি কর-কাণ্ডের ৩ মাস পূর্ণ হচ্ছে। লড়াইয়ের ময়দান যে ছাড়েননি, সেই বার্তা দিতেই ওইদিন রানি রাসমণি অ্যাভিনিউয়ে জমায়েত করে ‘জনতার চার্জশিট’ কর্মসূচি পালনের ডাক দিয়েছে অভয়া মঞ্চ। পাশাপাশি, কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবে জুনিয়র ডক্টর্স ফ্রন্ট।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Awas Scam: আবাসের সমীক্ষাতে মিলল না হদিশ, তালিকার পাঁচ জায়গায় একই ব্যক্তির নাম
আরও দেখুন