গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: বাংলার বাড়ি প্রকল্পে ব্লক প্রশাসনের সমীক্ষার পর এবার শুরু হল পুলিশের ভেরিফিকেশন। দক্ষিণ ২৪ পরগনার নামখানা থানার পুলিশ গতকাল থেকে এই ভেরিফিকেশন শুরু করেছে।
‘বাংলার বাড়ির তালিকায় পাকাবাড়ির মালিক’
এদিন নামখানার ওসি বিভাস সরকার নামখানা গ্রামের বেশ কয়েকজন উপভোক্তার বাড়িতে যান। নামের তালিকা ধরে চলে জিজ্ঞাসাবাদ। তবে এই গ্রামের বেশ কয়েকজন পাকা বাড়ির মালিকেরও নাম আছে বাংলার বাড়ির তালিকায়। তাঁদের বাড়িতে ব্লক প্রশাসন সমীক্ষাও করেছে। এরকম দুই বাসিন্দা স্বপন পণ্ডিত ও নবকুমার গায়েন। দুজনরেই পাকা বাড়ি। তবে দুই বাড়ির কর্তাদের সাফাই, প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচতে ধার দেনা করে পাকাবাড়ি করেছি। তালিকা তৈরির সময় কাঁচাবাড়ি ছিল।
‘কিছু মানুষ বাদ পড়ে গেছে’
আবার এই গ্রামে কাঁচাবাড়িতে বসবাস করেন প্রচুর মানুষ। যে কোন সময় চাপাও পড়তে পারেন। কিন্তু তালিকায় তাঁদের নাম নেই। এই তালিকা নিয়ে সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য সমীর প্রধান। কিছু মানুষ বাদ পড়ে গেছে বলেও তিনি স্বীকার করে নেন। কাকদ্বীপের মহকুমা শাসক মধুসূদন মণ্ডল বলেন, ‘পুরনো তালিকা থেকে সমীক্ষা হচ্ছে। যে কেউ নতুন করে আবেদন করতে পারেন। পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে ভাবা হবে।’
আবাস যোজনার তালিকায় গরমিলের অভিযোগ
অপরদিকে, সমীক্ষা শুরু হতেই জেলায় জেলায় আবাস যোজনার তালিকায় গরমিলের অভিযোগ সামনে আসছে। হুগলির গোঘাটে তৃণমূলের পঞ্চায়েত সমিতির বোর্ডের বিরুদ্ধে আবাস যোজনার তালিকায় স্বজনপোষণের অভিযোগ তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যের। আবাস যোজনার তালিকায় গরমিলের অভিযোগ তুলে বীরভূমের রামপুরহাটেও বিক্ষোভ দেখান স্থানীয় তিলডাঙা গ্রামের বাসিন্দারা। কোথাও তৃণমূলের বিরুদ্ধে সরব তৃণমূলই। কোথাও বিডিও অফিসের দরজা বন্ধ করে বিক্ষোভ।
আরও পড়ুন, তৃণমূলের বিজয়া সম্মিলনীতে গরহাজির খোদ গোসাবার TMC বিধায়ক ! ‘তোলাবাজির অভিযোগে..’
আবাস যোজনার তালিকায় স্বজনপোষণের অভিযোগ
একই দিনে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় গরমিলের অভিযোগ উঠল দুই জেলায়। হুগলির গোঘাটে তৃণমূলের পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে আবাস যোজনার তালিকায় স্বজনপোষণের অভিযোগ তুললেন তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য। হুগলির গোঘাটের ২ নম্বর ব্লক অফিসে গ্রামবাসীদের বিক্ষোভেও সামিল হন তিনি। পঞ্চায়েত সদস্যর সঙ্গে ছিলেন তাঁর স্বামীও।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda
আরও দেখুন