TMC News: দুজনেই বিতর্কিত মন্তব্য় করেছেন। একজন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। অপরজন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। কিন্তু মিঠুনের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানা অভিযোগ নিলেও, ফিরহাদ হাকিমের ক্ষেত্রে অভিযোগ নেয়নি বলে দাবি করলেন স্থানীয় এক বিজেপি নেতা। যা ঘিরে পুলিশের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগে সরব হয়েছে বিরোধীরা।
সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি শেষ। আদালতে স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই। সিবিআই-কে তদন্ত চালিয়ে যেতে নির্দেশ সুপ্রিম কোর্টের। সপ্তম স্টেটাস রিপোর্ট আগামী ৪ সপ্তাহের মধ্যে জমা দিতে নির্দেশ। আদালতে জাতীয় টাস্ক ফোর্স নিয়ে রিপোর্ট পেশ কেন্দ্রীয় সরকারের। জাতীয় টাস্ক ফোর্স নিয়ে রিপোর্টে নিজেদের প্রস্তাব পেশ কেন্দ্রীয় সরকারের। দ্রুত তদন্ত চায় রাজ্য, আদালতে সওয়াল রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের। দোষী দ্রুত শাস্তি পাক, আদালতে সওয়াল সিব্বলের। দুটি ক্যাটেগরিতে টাস্ক ফোর্সের অন্তর্বর্তী রিপোর্ট পেশ।