নয়াদিল্লি: নিজের দীর্ঘ কেরিয়ারে কোনওদিন আইপিএল খেলেননি। তবে ৪২ বছর বয়সে হঠাৎই ফ্রাঞ্চাইজি লিগ খেলতে আগ্রহী জেমস অ্যান্ডারসন (James Anderson)। মেগা নিলামের (IPL auction 2025) জন্য নামও নথিভুক্ত করিয়েছেন তিনি। কিন্তু এতদিন পর কেন? সেই নিয়েই মুখ খুললেন ইংল্যান্ডের কিংবদন্তি ফাস্ট বোলার।
আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে সর্বকালের সর্বাধিক উইকেট নেওয়া ফাস্ট বোলার অ্যান্ডারসন। কিন্তু নিজের বর্ণময় ক্রিকেট কেরিয়ারে কোনওদিনই আইপিএলে খেলেন তো নিই, এমনকী নিলামের জন্য নামও নথিভুক্ত করাননি তিনি। এই বছরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কিংবদন্তি। তবে আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানালেও প্রথমবার আইপিএল নিলামে নিজের নাম নথিভুক্ত করে হইচই ফেলে দিয়েছেন তিনি। ১০ বছরে কোনও বিশ ওভারের ম্যাচ না খেললেও, অ্যান্ডারসন আইপিএল খেলতে আগ্রহী স্রেফ অভিজ্ঞতার স্বার্থেই।
৭০৪ টি টেস্ট উইকেটের মালিক বিশ্বাসী তিনি এখনও ক্রিকেট খেলা চালিয়ে যেতে পারেন এবং আইপিএলের তাঁর অংশগ্রহণ তাঁর অভিজ্ঞতা বাড়াতে সাহায্য করবে। অ্যান্ডারসন বলেন, ‘আমার ভেতর থেকে একটা আওয়াজ আমায় বলে আমি এখনও খেলা চালিয়ে যেতে পারি। এর আগে আমি কোনওদিন আইপিএলে খেলিনি। এই অভিজ্ঞতাটাই আমার নেই। একাধিক কারণে আমার মনে হয় ক্রিকেটার হিসাবে আমার এখনও অনেক কিছু দেওয়া বাকি রয়েছে।’
অ্যান্ডারসনের দাবি এই অভিজ্ঞতা কোচ হিসাবে তাঁকে কাজ করতে সাহায্য করবে। ‘এই গ্রীষ্মে খেলা শেষের পর আমি খানিকটা কোচিং করিয়েছি। ইংল্যান্ড দলের সঙ্গে মেন্টর বা যে নামই দিন না কেন, সেই ভূমিকায় অল্প সময় কাজ করেছি। আমার মতে (আইপিএলের মতো টুর্নামেন্টে) খেলা, এর অভিজ্ঞতা হওয়া আমায় ক্রিকেটকে বুঝতে, শিখতে আরও সাহায্য করবে এবং ভবিষ্যতেও এটা লাভদায়ক হবে।’ যোগ করেন তিনি।
অ্যান্ডারসন ভারতীয় মুদ্রায় ১.২৫ কোটি টাকায় নিলামে নিজের নাম নথিভুক্ত করিয়েছেন। কিংবদন্তি ক্রিকেটারকে কেউ দলে নেয় কি না, সেটা জানতে কিন্তু ২৪ ও ২৫ নভেম্বরের অপেক্ষা করতে হবে। এই দুই দিনই আইপিএলের মেগা নিলামের আয়োজন হবে সৌদি আরবের জেড্ডায়। সেখানেই অ্যান্ডারসনসহ ১৫৭৪ ক্রিকেটারের ভাগ্য নির্ধারিত হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ইডেনে বসবে না আইপিএল ২০২৫-র আসর? নতুন ‘হোম গ্রাউন্ডে’ খেলবে কেকেআর?
আরও দেখুন