প্রবীর চক্রবর্তী: নজরে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও কাউন্সিলররা। কলকাতা বাদে লোকসভা ভোটে পিছিয়ে থাকা পুরসভায় এবার রদবদলের প্রস্তাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে সম্ভাব্য রদবদলের তালিকাও। জন্মদিনে নিজেই জানালেন, ‘দলের শীর্ষ নেত্রীকে পাঠিয়েছি। তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন’।
আরও পড়ুন: Kolkata Medical College: আর টাকা দিলেই মিলবে না বেড! মেডিক্যাল কলেজের দালালচক্রে এল নয়া মোড়…
ঘটনাটি ঠিক কী? তখন লোকসভা ভোট চলছে। গত বছরে রাজ্য়ের একাধিক জেলায় গিয়ে সাংগঠনিক বৈঠক করেছিলেন অভিষেক। তাঁর স্পষ্ট বার্তা ছিল, পারফরম্যান্সই শেষ কথা। দলের নেতা-কর্মীর ভালো কাজ করলে যেমন প্রশংসা করা হবে, তেমন খারাপ কাজে ব্যবস্থা নেওয়া হবে। বস্তুত একুশের জুলাইয়ে মঞ্চে একই বার্তা দেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। সেইমতোই এবার পদক্ষেপ করলেন তিনি।
পুজোর সময় থেকে দেশের বাইরে ছিলেন অভিষেক। চোখের চিকিত্সার জন্য গিয়েছিলেন আমেরিকায়। সূত্রের খবর, বিদেশে যাওয়ার লোকসভা ভোটের ফল পুরসভাভিত্তিক রিপোর্ট দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে পাঠিয়ে রেখেছিলেন তিনি। স্রেফ পুরসভা নয়, জেলা সভাপতি পদে রদবদলের তালিকাও পাঠিয়েছেন তিনি। সেক্ষেত্রে বেশ কয়েকটি জেলায় তৃণমূলের জেলা সভাপতি পদেও রদবদল হতে পারে বলে খবর।
এদিকে বীরভূমে কি অস্বস্তি বাড়ল অনুব্রত? কোর কমিটিতেই আস্থা রাখলেন অভিষেক। তাঁর মতে, ‘লোকসভা ভোটে কোর কমিটি পারফর্ম করেছে। দুটি সিটেই লিড বেড়েছে। কোর কমিটি থাকা উচিত’।
আরও পড়ুন: Jagadhatri Puja 2024: মা কালীর হাতে রিভলভার! জগদ্ধাত্রী পুজোর থিমে অন্য চমক..
ঘটনাটি ঠিক কী? গোরু পাচার মামলায় অনুব্রত তখন জেলে। লোকসভা ভোটের মুখে বীরভূমে বিধানসভাকেন্দ্র ভিত্তিক ৫ সদস্য়ের নয়া কোর কমিটি তৈরি করে দেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু গোরু পাচার মামলায় জামিন পেয়ে জেলায় ফেরার পর থেকে সেই কোর কমিটির সঙ্গে অনুব্রতের সংঘাত বারবারই প্রকাশ্যে চলে এসেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)