মুম্বই: খুনের হুমকি পেতেই অভিনেতা শাহরুখ খানের নিরাপত্তা বাড়ল। মুম্বই পুলিশের তরফে শাহরুখের নিরাপত্তা বাড়ানো হয়েছে। এমনিতে Y+ ক্যাটগরির নিরাপত্তা পান শাহরুখ। আগে দু’জন সশস্ত্র নিরাপত্তারক্ষী সবসময় শাহরুখের সঙ্গে থাকতেন। গত বছর হুমকি পাওয়াক পর তা বাড়িয়ে ছ’জন সশস্ত্র নিরাপত্তারক্ষী করা হয়। তাঁরা ২৪ ঘণ্টা শাহরুখের নিরাপত্তায় মোতায়েন থাকেন। শাহরুখের জন্য উদ্বেগ ছড়িয়েছে অনুরাগীদের মধ্যে। তাঁর নিরাপত্তা নিয়ে কোনও আপসে রাজি নয় পুলিশ। শাহরুখের বাংলো ‘মন্নতে’র বাইরে কড়া পাহারা বসানো হয়েছে। (Shah Rukh Khan)
এর আগেও, একাধিক বার প্রাণনাশের হুমকি পেয়েছেন শাহরুখ। সেই নিয়ে আইনের দ্বারস্থ হয়েছিলেন বলিউডের ‘বাদশা’। এবার সরাসরি মুম্বইয়ের বান্দ্রায় থানায় ফোন করে হুমকি দেওয়া হয়েছে শাহরুখকে। মুক্তিপণ বাবদ চাওয়া হয়েছে ৫০ লক্ষ টাকা। গোটা ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। কারণ বিগত কিছুদিন ধরে লাগাতার খুনের হুমকি পেয়ে আসছেন সলমন খানও। তাঁর কাছ থেকে ৫ কোটি টাকা মুক্তিপণ চাওয়া হয়। (Bollywood Updates)
যে নম্বর থেকে হুমকি দিয়ে ফোন এসেছিল, তার টাওয়ার লোকেশন ধরে ইতিমধ্যেই ছত্তীসগঢ়ের রায়পুরে পৌঁছে গিয়েছে মুম্বই পুলিশের একটি দল। ফয়জান খান নামের এক যুবকের নামে নথিভুক্ত নম্বর থেকে ফোন এসেছিল বলে জানা গিয়েছে। ফয়জানকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ২ নভেম্বর ফোন চুরি যায় বলে পুলিশকে জানিয়েছে ফয়জান।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শাহরুখকে খুনের হুমকি দিয়ে ফোন আসে থানায়। বলা হয়, ৫০ লক্ষ টাকা না দিলে বাঁচবেন না শাহরুখ। শুধু তাই নয়, যে ব্যক্তি ফোন করেন, তিনি ‘হিন্দুস্তানি’ নামে নিজের পরিচয় দেন। মঙ্গলবার দুপুর ১টা বেজে ২০ মিনিটে ওই হুমকি-ফোন আসে বলে জানা গিয়েছে। এ নিয়ে এফআইআর দায়ের করেছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বাড়ানো হয়েছে শাহরুখের নিরাপত্তাও।
এর আগে, গত বছর অক্টোবর মাসেও খুনের হুমকি পান শাহরুখ। ‘পাঠান’ এবং ‘জওয়ান’ ছবির সাফল্যের পর হুমকি আসে। সেই সময়ই তাঁর নিরাপত্তা বাড়ানো হয়। এবারও নিরাপত্তা বাড়ানো হল। ।কিন্তু শাহরুখকে নিশানা করে এই হুমকি আসায় মায়ানগরীর তারকা শিল্পীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। কারণ বেশ কিছু দিন ধরে লাগাতার প্রাণনাশের হুমকি পেয়ে চলেছেন সলমন। তাঁকে খুনের হুমকি দেওয়ার নেপথ্যে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিশ্নোই এবং তাঁর গ্যাং বিশ্নোই গ্য়াংয়ের নাম জড়িয়েছে। পাশাপাশি, আরও একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
কয়েক দশক আগের কৃষ্ণসার হরিণ মামলাকে হাতিয়ার করে সলমনকে হুমকি দিয়ে চলেছে বিশ্নোই গ্যাং। প্রাণে বাঁচতে চাইলে অভিনেতাকে ৫ কোটি টাকা মুক্তিপণ দিতে হবে বলে দাবি জানিয়েছে তারা। গত কয়েক বছরে বিশ্নোই গ্যাং বেশ সক্রিয় হয়ে উঠেছে বিশ্নোই গ্যাং। পঞ্জাবের গায়ক সিধু মুসেওয়ালাকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়ার পরই খবরের শিরোনামে উঠে আসে তারা। সেই থেকে একাধিক শিল্পী তাদের থেকে হুমকি পেয়েছেন। গত কয়েক বছর ধরে লাগাতার সলমনকে খুনের হুমকি দিয়ে চলেছে তারা। এমনকি সলমনের বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলিও চালায় তারা। গত ১২ অক্টোবর মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকিও আততায়ীদের গুলিতে মারা যান। সলমনের বন্ধু শাহরুখকে নিশানা করে হুমকিতে তাই উদ্বেগ ছড়িয়েছে।
আরও দেখুন