কলকাতা: আর জি কর (RG Kar News) কাণ্ডের প্রায় তিন মাস পার। আর ‘বিচারহীন ৯০ দিন’, প্রতিবাদে ফের পথে নামছেন জুনিয়র ডাক্তাররা। আগামী ৯ নভেম্বর আরও এক নাগরিক মিছিলের ডাক দেওা হয়েছে।
প্রতিবাদে ফের পথে: ভয়ঙ্কর সেই ৯ অগাস্টের রাত কেড়ে নিয়েছে তরতাজা প্রাণ। ধর্ষণ-খুনের শিকার হয়েছেন কর্তব্যরত চিকিৎসক। যা নিয়ে গত তিন মাস ধরে গর্জে উঠেছে সমাজের প্রায় সব স্তরের মানুষ। আগামী ৯ নভেম্বর অভিশপ্ত সেই দিনের তিন মাস। এই আবহে আরও এক নাগরিক মিছিলের ডাক দিলেন আন্দোলনকারীরা। ৯ নভেম্বর কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। পাশাপাশি সিবিআই তদন্তের গতিপ্রকৃতি নিয়েও প্রশ্ন আন্দোলনকারীদের। এদিন জুনিয়র ডাক্তার কিঞ্জল নন্দ বলেন, “বাংলার দিকে দিকে মানুষ গর্জে উঠছে অভয়ার ন্যায়বিচারের দাবিতে। ৯০তম দিনে দাঁড়িয়ে অভয়ার সুবিচার পাইনি। দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার তদন্তের গতিপ্রকৃতি নিয়ে তদন্তের অবকাশ রাখে। আগামূ ৯ নভেম্বর বিচারহীন ৯০ দিনে স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত নাগরিক মিছিলে আহ্বান জানাই। তিলোত্তমার বিচার না নিয়ে আমরা আন্দোলন ছাড়ছি না। রাজপথ ছাড়ছি না।”
অন্যদিকে পরপর দু’দিন পিছিয়ে গিয়েছে আর জি কর মামলার শুনানি। গতকাল সকালে জানা যায় দুপুর তিনটে নাগাদ এই মামলার শুনানি হবে। কিন্তু অন্যান্য মামলার শুনানির জেরে দেরি হয়ে যায় এদিনও। প্রধান বিচারপতি জানিয়ে দেন, আজ আর জি কর ধর্ষণ-খুন মামলা তিনি শুনবেন। রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল আজ সকাল সাড়ে ১০টায় মামলার শুনানি শুরু করার আর্জি জানান। অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা দুপুর ২টোয় শুনানির আবেদন করেন। জনস্বার্থ মামলাকারীর আইনজীবী ফিরোজ এডুলজি বলেন, নিম্ন আদালতে CBI ইতিমধ্যে একটি চার্জশিট জমা দিয়েছে। ১১ নভেম্বর সেই মামলার চার্জ গঠন হওয়ার কথা। সেই প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার আর্জি জানান ফিরোজ এডুলজি। প্রধান বিচারপতি বলেন, CBI কী স্টেটাস রিপোর্ট জমা দেয়, সেটা দেখে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রথমে জানা যায় দুপুর ২টোয় হবে এই মামলার শুনানি। পরে জানা যায় দুপুর ২টোয় নয়, মধ্যাহ্নভোজনের পর তালিকায় দ্বিতীয় মামলা ‘আর জি কর’।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Domjur Rural Hospital: হাসপাতাল চত্বরে ঘুরে বেড়াচ্ছে গরু, শোরগোল ডোমজুড়ে
আরও দেখুন