জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক-দুই নয় পাক্কা ১২ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হারল ভারত। এখানেই শেষ নয়, ২৪ বছর পর ঘরের মাঠে চুনকাম হতে হল টিম ইন্ডিয়াকে। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে চর্চায় শুধুই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ৩-০ ব্যবধানে সিরিজ হার! ততধিক হতশ্রী পারফরর্ম করেছেন ভারতের দুই ব্য়াটিং সুপারস্টার বিরাট কোহলি ও রোহিত শর্মা (Virat Kohli And Rohit Sharma)। তবে দুই মহারথীর ভবিষ্য়ত্ দেখতে পাচ্ছেন ভারতের প্রাক্তন অধিনায়ক ও নক্ষত্র ওপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্ত (Kris Srikkanth)। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৬ ইনিংসে বিরাট করেছেন ৯৩ রান! রোহিতের হাফ ডজন ইনিংসে সংগ্রহ ৯১ রান!
আরও পড়ুন: লজ্জার ‘১২-২৪’! ছুটে এলেন প্রধান নির্বাচক, গম্ভীরের সঙ্গে মাঠেই…
শ্রীকান্ত তাঁর ইউটিউব চ্য়ানেলে ‘রো-কো’ জুটিকে নিয়ে বড় কথা বলে দিলেন। রোহিতের প্রসঙ্গে শ্রীকান্ত বললেন, ‘ভারত যদি অস্ট্রেলিয়ায় ভালো কিছু করতে না পারে, এমনকী রোহিত নিজে যদি ভালো খেলতে না পারে, তাহলে ১০০ শতাংশ ভাবতেই পারি যে, ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবে। ও শুধু ওডিআই খেলবে। আগেই রোহিত দেশের জার্সিতে টি-২০ ক্রিকেট ছেড়ে দিয়েছে। মাথায় রাখতে হবে ওর বয়স বাড়ছে, বয়স কিন্তু কমছে না। তবে রোহিতকে কুর্নিশ। ও নিজে মুখে স্বীকার করেছে যে, পুরো সিরিজে বাজে খেলেছে। খারাপ অধিনায়কত্ব করেছে। ওর দম আছে। এটাই একজন ক্রিকেটারের ছন্দে ফেরার ইঙ্গিত। নিজের দোষ মেনে নেওয়া ভীষণ গুরুত্বপূর্ণ। একজন মানুষের এটা দারুণ গুন। রোহিত প্রকাশ্য়ে স্বীকার করেছে। তার মানে ও ফিরছে। এটাই আমি বলব।’
কোহলির ফর্মে ফেরার বিষয়ে আশাবাদী শ্রীকান্ত। তিনি বলেন, ‘আমার মনে হয় বিরাট কোহলি পয়মন্ত অস্ট্রেলিয়ায় ছন্দ ফিরে পাবে। অস্ট্রেলিয়া ওর জায়গা। ওটা ওর শক্তি। আমার মনে হয় না, কোহলি ছন্দে নেই, এই বিষয়ে কথা বলার এখনও সময় এসেছে। আমি মানব না সেটা। ওর হাতে প্রচুর সময় আছে। এক-দুই বছর টেস্ট ক্রিকেটে ওর খারাপ গেল! আর কিছুই না।’ বিরাটের কিন্তু অস্ট্রেলিয়ায় আগুন জ্বালানো ধাতে আছে। ৫৪-র গড়ে তিনি ১৩৫২ রান করেছেন টেস্টে। ১৩ ম্য়াচে ৬টি সেঞ্চুরি ও ৪টি হাফ-সেঞ্চুরি করেছেন।
আরও পড়ুন: কীভাবে মাত্র ৪ কোটিতে সিএসকে পেল ধোনিকে? কিংবদন্তির টাকা ছাড়ার অঙ্কটাও জেনে নিন
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)