দাম্বুলা: পাকিস্তানকে হারিয়ে শুরুটা ভালই হয়েছিল। মহিলাদের এশিয়া কাপের (Women’s Asia Cup 2024) দ্বিতীয় ম্যাচেও ভারতীয় দল দারুণ ছন্দে। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে (IND vs UAE) নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ২০১ রান তুলল ভারতীয় দল। ব্যাট হাতে অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) এবং রিচা ঘোষ (Richa Ghosh) দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন। পঞ্চম উইকেটে দুইজনের ৪৫ বলে ৭৫ রানের পার্টনারশিপই দলকে বড় রান তুলতে সাহায্য করল।
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত আমিরশাহির অধিনায়র ঈশা ওজ়া। চোটের কারণেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া শ্রেয়াঙ্কা পাতিলের পরিবর্ত হিসাবে সুযোগ পাওয়া তনুজা কনওয়ার সরাসরি নিজের অভিষেক ঘটানোর পান। ইনিংসের শুরুটা ভারতের দুই ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানা ঠিকঠাকভাবেই করেছিলেন। তবে ২৩ রানের বেশি জুড়তে পারেননি তাঁরা। ১৩ রানে আউট হন স্মৃতি। শেফালির আক্রমণাত্মক ৩৭ রানের ইনিংস থামান সমীরা। পরের ওভারেই হেমলতাও আউট হন। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই তিন উইকেট হারিয়ে ফেলে ভারত।
তবে হরমনপ্রীত ও জেমাইমা রডরিগেজের ৫৪ রানের পার্টনারশিপ দলকে স্থিরতা প্রদান করে। হরমনপ্রীতকে দারুণ ছন্দে দেখাচ্ছিল। জেমাইমাও তাঁকে যোগ্য সঙ্গ দিচ্ছিলেন। তবে তিনি নিজে রানের গতি বাড়ানোর উদ্দেশ্যে বড় শট মারতে গিয়েই মিড অফে ধরা দেন। ১৪ রানে সাজঘরে ফেরেন। এরপরেই ক্রিজে অধিনায়ককে সঙ্গ দিতে নামেন রিচা। গোটা ইনিংস জুড়েই তাঁর স্ট্রোক প্লে, বিশেষত অফসাইডে তাঁর কাট, কভার ড্রাইভগুলি ছিল দেখার মতো। ঈশা ওজ়াকে তো এক ওভারে পরপর চার চারটি বাউন্ডারি মারে রিচা। দেখতে দেখতেই ভারতের ইনিংস এগিয়ে চলে।
হরমনপ্রীত ৪১ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন। হাফসেঞ্চুরির পরেই তিনি আরও দ্রুত গতিতে রানের চেষ্টায় ছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত রান আউট হয়ে তাঁকে সাজঘরে ফিরতে হয়। কিন্তু রিচা ঘোষ রানের গতি একেবারেই কমতে দেননি। তিনি ২৯ বলে ৬৪ রানে অপরাজিত থাকলেন। ভারত শেষ দুই ওভারে ৩৭ রান তোলে। নির্ধারতি সময়ে ওভার শেষ করতে না পারায় আমিরশাহিকে শেষ ওভারে বাড়তি ফিল্ডারকে সার্কেলে রেখেই ইনিংস শেষ করতে হয়। এর লাভ তোলেন রিচা। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় দলকে প্রথমবার দু’শো রানের গণ্ডি পার করতে সাহায্য করেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: DC-তেই থাকছেন পন্থ, এই IPL অধিনায়কের জন্য নিলামে দর হাঁকাতে পারে RCB : রিপোর্ট
আরও দেখুন