<p style="text-align: justify;"><strong>মুম্বই:</strong> <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ের নিলামে নাম নথিভূক্ত করেছেন মোট ১৫৭৪ জন প্লেয়ার। মোট ২০৪ জন প্লেয়ারকে বেছে নেওয়া হবে। তালিকায় ১১৬৫ জন ভারতীয় ক্রিকেটার রয়েছেন। বিদেশি ক্রিকেটার রয়েছেন ৪০৯ জন। সর্বোচ্চ বেস প্রাইস ২ কোটি টাকা। এক নজরে দেখে নেওয়া যাক ভারতীয় ক্রিকেটারদের মধ্যে যাঁরা নিলামে নিজেদের বেস প্রাইস রেখেছেন ২ কোটি টাকা -</p>
<p style="text-align: justify;"><strong>ঋষভ পন্থ, কে এল রাহুল, <a title="শ্রেয়স আইয়ার" href="https://bengali.abplive.com/topic/shreyas-iyer" data-type="interlinkingkeywords">শ্রেয়স আইয়ার</a>, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ শামি, খলিল আহমেদ, দীপক চাহার, ভেঙ্কটেশ আইয়ার, আবেশ খান, ঈশান কিষাণ, মুকেশ কুমার, ভুবনেশ্বর কুমার, প্রসিদ্ধ কৃষ্ণ, টি নটরাজন, দেবদত্ত পড়িক্কল, ক্রুণাল পাণ্ড্য, হর্ষল পটেল, অর্শদীপ সিংহ, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ ও উমেশ যাদব</strong></p>
<p style="text-align: justify;">বিদেশি প্লেয়ারদের মধ্যে দক্ষিণ আফ্রিকার সর্বাধিক ৯১ জন প্লেয়ার নিলামে নাম লিখিয়েছেন। এরপর অস্ট্রেলিয়ার ৭৬ জন প্লেয়ার রয়েছেন। ভারতীয় প্লেয়ারদের মধ্যে ৪৮ জন ক্যাপড প্লেয়ার রয়েছেন যাঁরা নিলামে নাম নথিভূক্ত করেছেন। ২৭২ জন ক্যাপড আন্তর্জাতিক প্লেয়ার রয়েছেন তালিকায়। অন্য়দিকে আনক্যাপড প্লেয়ারদের মধ্যে ৯৬৫ জন ভারতীয় প্লেয়ার রয়েছেন।</p>
<p style="text-align: justify;">শোনা যাচ্ছিল দেশে নয়, দেশের বাইরেই আয়োজিত হবে এই নিলাম। সেই জল্পনাতেই সিলমোহর পড়ল। সৌদি আরবের জেড্ডায় এবারের <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ের মেগা নিলামের আসর বসতে চলেছে। ২৪ ও ২৫ নভেম্বর, দুইদিন ধরে চলবে এই মেগা নিলাম।</p>
<p>নাইটরা সর্বাধিক ১৩ কোটি টাকায় রিঙ্কু সিংহকে রিটেন করেছে। বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, <a title="আন্দ্রে রাসেল" href="https://bengali.abplive.com/topic/andre-russel" data-type="interlinkingkeywords">আন্দ্রে রাসেল</a>দের ১২ কোটি টাকা করে দিয়ে দলে রেখেছে নাইট। আর গত বারের চ্যাম্পিয়ন দল আনক্যাপড ক্রিকেটার হিসাবে রিটেন করেছে হর্ষিত রানা ও রমনদীপ সিংহকে। এই দুই তারকার জন্যই খরচ হয়েছে ৫৭ কোটি। সেই অনুযায়ী ১২০ থেকে ৫৭ কোটি টাকা গেলে আর ৬৩ কোটি টাকা অবশিষ্ট থাকার কথা। কিন্তু প্রকাশিত তালিকায় দেখা যায় কেকেআরের কাছে আর ৫১ কোটি টাকাই রয়েছে। কিন্তু কেন? এই বাড়তি ১২ কোটি টাকা গেল কই?</p>
<p>বিষয়টা রয়েছে নিয়মে। আইপিএলের নিয়ম অনুযায়ী প্রথম রিটেনশনকে ১৮, দ্বিতীয় ১৪, তৃতীয়কে ১১, চতুর্থকে ১৮ এবং দুই আনক্যাপড ক্রিকেটারকে সর্বাধিক চার কোটি টাকা করে দিয়ে দলে ধরে রাখতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলি। <a title="কেকেআর" href="https://bengali.abplive.com/topic/kkr" data-type="interlinkingkeywords">কেকেআর</a> তাঁদের সব ক্রিকেটারদেরই তুলনামূলক কম টাকায় দলে থাকতে রাজি করিয়ে ফেলেছে। কিন্তু <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a> কর্তৃপক্ষ আগেই জানিয়ে দিয়েছিল যে ফ্র্যাঞ্চাইজিগুলি যাই করুক, ছয় রিটেনশনের জন্য কমপক্ষে ৬৯ কোটি টাকা তাঁদের ঝুলি থেকে কাটা হবে।</p>
Source link
নিলামে সর্বোচ্চ ২ কোটি টাকা বেস প্রাইস রেখেছেন যে ভারতীয় ক্রিকেটাররা
Read Time:5 Minute, 11 Second