NOW READING:
Anirban Bhattacharya: হেলমেট না পরেই বাইক চালাচ্ছেন অনির্বাণ! তুমুল কটাক্ষের মুখে অভিনেতা…
October 31, 2024

Anirban Bhattacharya: হেলমেট না পরেই বাইক চালাচ্ছেন অনির্বাণ! তুমুল কটাক্ষের মুখে অভিনেতা…

Anirban Bhattacharya: হেলমেট না পরেই বাইক চালাচ্ছেন অনির্বাণ! তুমুল কটাক্ষের মুখে অভিনেতা…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কালীপুজোর রাতে বারাসতে হাজির অনির্বান ভট্টাচার্য। বাইকে চেপে বারাসতের রাস্তায় ঘুরতে দেখা যায় অভিনেতাকে। আসলে এটি তাঁর আগামী সিরিজ তালমার রোমিও জুলিয়েটের প্রচার। মুক্তির অপেক্ষায় তালমার রোমিও জুলিয়েট। তারই প্রচারে বারাসতের এক কালীপুজোয় যান অভিনেতা। ১০০ বাইক নিয়ে বারাসতের রাস্তায় ব়্যালি করেন অনির্বাণ। তাঁর সঙ্গে ছিলেন তালমার রোমিও জুলিয়েট সিরিজের দুই মুখ্য অভিনেতা দেবদত্ত রাহা ও হিয়া রায়। 

আরও পড়ুন- Dev | Subhashree: দীপাবলিতে সুখবর! বড়দিনে পর্দায় মুখোমুখি দেব-শুভশ্রী…

শেক্সপিয়রের বিখ্যাত ট্র্যাজেডি রোমিও জুলিয়েটকে কেন্দ্র করে তৈরি হয়েছে তালমার রোমিও জুলিয়েট। এই ছবিতে শুধু অভিনয় নয়, ছবির ক্রিয়েটিভ পরিচালকও অনির্বাণ ভট্টাচার্য। সম্প্রতি দেবদত্ত ও হিয়ার পোস্টার শেয়ার করে অনির্বাণ লেখেন- সময় এগোয়, পৃথিবী পাল্টায়, কত দুর্ঘটনা ঘটে,ঝড় বয়ে যায় মানুষের জীবনে, তবু ফিরে ফিরে আসে এই জুটি,” রোমিও জুলিয়েট” আমার আপনার পাশ দিয়ে দৌড়ে যায়, ভালবাসে, আদর করে, বুকে মাথা রেখে শুয়ে থাকে। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, পাল্টে যাওয়া সময়েও “ভালবাসা জারি আছে”। 

আরও পড়ুন- Kanchan Mullick: ধনতেরাস-দিওয়ালিতে সবাই হলেন মালামাল, কাঞ্চন হলেন ফকির!

ইতোমধ্যেই সেই সিরিজের প্রচার শুরু করে দিয়েছেন অনির্বাণ। সেই প্রচারেই ১০০ বাইকের ব়্যালি করে বারাসতে গিয়েছিলেন অনির্বাণ। সেখানেই অভিনেতার মাথায় হেলমেট না থাকায় ভিডিয়োর কমেন্ট বক্স ভরে আসে নেগেটিভ মন্তব্যে। ইনস্টাগ্রামে বন্ধ করে দেওয়া হয় কমেন্ট সেকশন। কেউ লেখেন, ‘পুলিস এবার কিছু দেখতে পায় না। কেউ রিল বানালে তার চালান কেটে যায় অনলাইন’। আবার অন্য এক ব্যক্তি লেখেন, ‘হেলমেট পরা উচিত ছিল। সাধারণ মানুষ কী শিখবে’? একাধিক মন্তব্যে উঠে আসে হেলমেট প্রসঙ্গ। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link