মুম্বই: মাত্র তিন বছর আগে আত্মপ্রকাশ। এরই মধ্যে এক খেতাব এবং আরও একবার ফাইনালে যাওয়ার কৃতিত্ব রয়েছে। তবে হার্দিক পাণ্ড্য দল ছাড়ার পর বাধ্য হয়েই নতুন অধিনায়ক নির্বাচিত করতে হয়েছে গুজরাত টাইটান্স (Gujarat Titans) ফ্র্যাঞ্চইজি। এ বছরের আইপিএলে আগের দুই মরশুমের মতো সাফল্য পায়নি দল। সে তো ক্রিকেটের কথা। এবার মাঠের বাইরে বড় বদল ঘটতে পারে টাইটান্স ফ্র্যাঞ্চাইজিতে।
বর্তমানে গুজরাত টাইটান্স সিভিসি ক্যাপিটাল পার্টনার্সের মালিকাধীন। তবে যা খবর তাতে, সিভিসি ক্যাপিটাল নাকি দল সিংহভাগ শেয়ার বিক্রি করে দিতে চলেছে। এক রিপোর্ট অনুযায়ী গুজরাত টাইটান্সের কর্ণধার, দলের সিংহভাগ স্বত্ব বিক্রি করার জন্য আদানি এবং টরেন্ট গ্রুপের সঙ্গে আলাপ আলোচনা করছে। বিসিসিআই এক নিয়ম লাগু করেছিল, যে নিয়ম অনুযায়ী নতুন ফ্র্যাঞ্চাইজিগুলি নিজের দলের স্বত্ব বিক্রি করতে পারবে না। তবে সেই নিয়ম ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্তই প্রযোজ্য।
সেক্ষেত্রে পরের বছরের ফেব্রুয়ারি মাসের পর মালিকানা হস্তান্তর করা হতে পারে। আদানি এবং টরেন্ট, উভয় ব্যবসায়ীগোষ্ঠীই ২০২১ সালে আইপিএলের আমদাবাদ ফ্র্যাঞ্চাইজি কেনার লড়াইয়ে ছিল। কিন্তু উভয়েই সেই সুযোগ হাতছাড়া করে। কিন্তু দুই গোষ্ঠীই এখনও দল নিতে আগ্রহী এবং সেই কারণেই সিভিসির সঙ্গে কথাবার্তাও সেরে নিচ্ছে। গোটা বিষয়ে অবগত এক সূত্র জানান, ‘২০২১ সালে আইপিএলের আমাদাবাদের ফ্র্যাঞ্চাইজি কেনার সুযোগ হাতছাড়া করলেও, আদানি এবং টরেন্ট, উভয় গোষ্ঠীই গুজরাত টাইটান্সের সিংহভাগ স্বত্ব কিনতে আগ্রহী। সিভিসির জন্য নিজেদের স্বত্বের বদলে অর্থলাভের এটা ভাল সুযোগ।’
সিভিসি অবশ্য নিজেদের সব স্বত্ব বিক্রি করতে আগ্রহী নয়। তারা সিংহভাগ স্বত্ব ছেড়ে দিলেও দলের কিছুটা স্বত্ব নিজেদের কাছেও রাখতে আগ্রহী। ব্র্যান্ড ভ্যালুর বিচারে আটে নাকি গুজরাত টাইটান্স। এক আমেরিকান কোম্পানির রিপোর্ট অনুযায়ী টাইটান্সের বাজারমূল্য ২৩১ মিলয়ান মার্কিন ডলার । অর্থাৎ গিলদের ফ্র্যাঞ্চাইজি কেনাটা যে এই সময়ে বেশ লাভদায়ক গলে. তলাি নক। শেষমেশ আদপেও অন্যতম নতুন আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিকা হস্তান্তরের জল্পনা সত্যি হয় কি এখখনা, সেটই দেখার অপেক্ষা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: গতির সওদাগর, কয়েক মিনিটের ব্যবধানে টেস্টের ইতিহাসের দ্রুততম ওভারের রেকর্ড দু’বার ভাঙলেন উড
আরও দেখুন