# Tags
#Blog

‘দুর্নীতির সঙ্গে আপোস নয়’, বার্তা মমতার; ‘যত বড় নেতার ছত্রছায়ায় থাকুন…’, কড়া অভিষেকও

‘দুর্নীতির সঙ্গে আপোস নয়’, বার্তা মমতার; ‘যত বড় নেতার ছত্রছায়ায় থাকুন…’, কড়া অভিষেকও
Listen to this article


কলকাতা : একের পর এক দুর্নীতির অভিযোগ উঠলেও, লোকসভা ভোটের ফলাফলে তার প্রভাব পড়েনি। বিজেপি-সহ বিরোধীদের প্রচার যে কোনও কাজে আসেনি, ভোটের ফলাফলেই তার প্রমাণ মেলে। তাই একক লড়াইয়ে রাজ্যে ২৯টি আসনে জয় ছিনিয়ে নিয়েছে তৃণমূল। আগেরবারের থেকে আরও বেশি আসন পেয়ে আত্মবিশ্বাসী রাজ্যের শাসক-শিবির। এবার লক্ষ্য ২০২৬-এর বিধানসভা নির্বাচন। সেই লক্ষ্যেই আসরে নেমে পড়ল তৃণমূল। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে দলীয় জনপ্রতিনিধিদের বার্তা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্নীতির সঙ্গে আপোস না করার জন্য দলের নেতা-কর্মীদের উদ্দেশ্য়ে বার্তা পাঠালেন। অন্যদিকে, দলীয় সংগঠন নিয়ে বার্তা পৌঁছে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে যেখানে দলের ফল খারাপ হয়েছে সেখানে সেখানে দায়িত্ব থাকা নেতৃত্বকে রেয়াত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

এদিন কী বার্তা দিলেন মমতা ?

‘নোংরা গায়ে লাগলে ধোওয়া যায় না। তাই কেউ যাতে আপনাদের লোভী বানাতে না পারে, আমি ভাত-রুটি খেয়ে থাকব কিন্তু অন্যায়ের সঙ্গে আপোস করব না। আজ শপথ নেওয়ার দিন। এখন থেকে মনে রাখবেন, দুর্নীতির সঙ্গে আপোস নয়। যাঁরা নির্বাচিত হয়ে মানুষকে সেবা দেবেন না তাঁদের সঙ্গে আমরা কোনও সম্পর্ক রাখব না। তার কারণ, মানুষকে পরিষেবা দেওয়া আমাদের সবচেয়ে বড় কাজ।’

‘যেখানে যেখানে জিতেছেন ভাল করে মানুষকে গিয়ে ধন্যবাদ জানাবেন। তাঁদের কী বাকি আছে কাজটা করবেন। যেটা পারবেন না দলকে জানাবেন। আর যেখানে আমরা জিতিনি সেখানে মানুষের ঘরে ঘরে গিয়ে বলবেন আমাদের ক্ষমা করবেন। হয়তো আপনাদের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারিনি, হয়তো আমাদের কোনও খামতি ছিল। আগামীদিনে যাতে তা না হয় তা আমরা দেখব। আমাদের আশীর্বাদ করবেন।’

‘বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনও প্ররোচনায় না যাই। আমরা যেন কোনও উত্তেজনায় না যাই।  যারই রক্ত ঝরুক, তাদের জন্য আমাদের সহমর্মিতা, দুঃখ আছে। আমরাও খবর রাখছি।’ 

‘কর্মীরা ছাড়া কোনও কিছু হতে পারে না। কর্মীরা আমাদের সম্পদ। কাউকে বাদ দিয়ে নয়, কাউকে অবহেলা করে নয়। যদি কোনও পুরনো সঙ্গী রাগ করে, অভিমান করে বসে থাকেন, তাঁকে ডেকে আনবেন। ডেকে এনে কাজ করবেন।’ 

কী বার্তা দিলেন অভিষেক ? 

‘এই যে এক-দেড় মাস কোনও রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমায় দেখেননি, তার কারণ আমি পর্যালোচনার কাজে ব্যস্ত ছিলাম। আগামী তিন মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। আমি এককথার ছেলে। কথা দিয়ে কথা রাখি।’  

‘বিভিন্ন জায়গায় পর্যালোচনা বৈঠক করতে নির্বাচনের সময় ও তার আগে গেছি। আমি বলেছি দল কিন্তু ফলের পর কার কী ভূমিকা ছিল তা খতিয়ে দেখবে। পর্যালোচনা করে দেখবে। পুরসভার নির্বাচনে…. আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাব, আমার ওয়ার্ড থেকে আমি জিতব, আর লোকসভা-বিধানসভায় দল প্রত্যাশিত ও আশানুরূপ ফল করবে না, তাহলে আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন না কেন।’  

‘তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে আপনাদের কথা দিচ্ছি, যাঁরা এই নির্বাচনে পঞ্চায়েত, কাউন্সিলর বা পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকেও মানুষকে বোঝাতে অক্ষম হয়েছেন বা তাঁদের নির্দিষ্ট এলাকা থেকে প্রত্যাশিত বা আশানুরূপ ফল হয়নি, একইভাবে আমরা টাউন সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা নেব। পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধেও ব্যবস্থা নেব। গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা হবে, অঞ্চল সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা হবে। কাউকে রেয়াত করা হবে না।’

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal