NOW READING:
R G Kar incident: ‘সিবিআই এবং রাজ্য সরকারের আঁতাত রয়েছে! এরা দুজনেই আমার মেয়ের বিচার দিতে চায় না…’ বিস্ফোরক নির্যাতিতার বাবা মা
July 8, 2025

R G Kar incident: ‘সিবিআই এবং রাজ্য সরকারের আঁতাত রয়েছে! এরা দুজনেই আমার মেয়ের বিচার দিতে চায় না…’ বিস্ফোরক নির্যাতিতার বাবা মা

R G Kar incident: ‘সিবিআই এবং রাজ্য সরকারের আঁতাত রয়েছে! এরা দুজনেই আমার মেয়ের বিচার দিতে চায় না…’ বিস্ফোরক নির্যাতিতার বাবা মা
Listen to this article


অর্কদীপ্ত মুখোপাধ্যায়:  আদালত অনুমতি দিলে আরজি কর ভিকটিমের পরিবার আইনজীবী নিয়ে হাসপাতাল যেতেই পারে। কলকাতা হাইকোর্টে জানিয়েছিল সিবিআই। কলকাতা হাইকোর্টে পরিবারের দায়ের করা মামলাটিই গ্রহণযোগ্য নয় তাহলে এই আবেদন কী ভাবে গ্রহণযোগ্য হয়- প্রশ্ন তুলেছিল রাজ্য। হাসপাতাল পরিদর্শন করার জন্য লিখিতভাবে আবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

তিলোত্তমা মামলায় বিচারপতি অরিজিৎ মন্ডল, তিলোত্তমার দুর্ঘটনাস্থল ঘুরে দেখার পরিবারের আবেদনের শুনানিতে ACJM আদালতে। ঘটনাস্থল ঘুরে দেখার আবেদনে শিয়ালদহ আদালতে আপত্তি জানালো রাজ্য। খারিজ করা হোক এই আবেদন, বিচারকের কাছে আর্জি রাজ্যের।

আপত্তি টালা থানার তৎকালীন ওসির। আপত্তি সন্দীপ ঘোষের আইনজীবীরও।

শুনানিতে অভয়ার পরিবারের আইনজীবী ফিরোজ এডুলজি , অমর্ত্যদে বলেন: 

‘আমরা হাসপাতাল ও ঘটনাস্থল ঘুরে দেখতে চাই। তবে সেমিনার রুম বাদ দিয়ে। কলকাতা পুলিশের তদন্তে ত্রুটি ছিল বলেই হাইকোর্ট তদন্ত সিবিআইকে দিয়েছে। পরিবার দেখতে চায় কি হয়েছিল ঘটনাস্থলে’। 

রাজ্য কী লুকোতে চাইছে? কেন তারা আপত্তি জানাচ্ছে? সিবিআই তদন্ত করছে তাদের কোনও আপত্তি নেই তাহলে রাজ্যের আপত্তি কেন? নির্যাতিতার পরিবারের এটা জানার অধিকার আছে যে সঠিক তদন্ত হচ্ছে কিনা। পরিবারের আইনজীবী হিসেবে এই অধিকার আছে। নতুন আইন এই অধিকার দিয়েছে। যতই ছবি, ভিডিও থাকুক নিজের চোখে ঘটনাস্থল দেখার গুরুত্ব আছে।

আরও পড়ুন:  Gariahat ITI College: মাথায় মদের বোতল নিয়ে কলেজরুমে মোচ্ছব, উচ্চগ্রামে গান! মনোজিত্‍-ঘনিষ্ঠ সঞ্জয়ের বেলেল্লাপনা ফাঁস…

রাজ্যের আইনজীবী শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায় এর পাল্টা সওয়াল করেন-

রাজ্যের আপত্তি রয়েছে ঘটনাস্থল ঘুরে দেখার ক্ষেত্রে। হাইকোর্টে পুনরায় তদন্তের শুনানি বাকি আছে। ঘটনাস্থল ঘুরে দেখার অধিকার আইনজীবী বা অন্য কারও নেই। এই ধরনের আবেদন গ্রহণযোগ্য না। এই আবেদনে স্পষ্ট নেই কোথায় কী ঘুরে দেখতে চান।পরিবারই সিবিআই তদন্ত ত্রুটি আছে বলে দাবি করেছে। তাই পুনরায় তদন্তের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এই আবেদনে বাতিল করা হোক। 

সিবিআই আইনজীবী বলেন –

আমাদের কোনও আপত্তি নেই এই আবেদনে। শুধু সেমিনার রুম ঘুরে দেখাতে আপত্তি। যদি আবেদন মঞ্জুর করা হয় তাহলে এক মাস পরের দিন দেওয়া হোক।

অভিজিৎ মন্ডল- তত্‍কালীন টালা থানার ওসির আইনজীবী জানান –

তদন্ত চলছে এখনও। হাইকোর্টে পুনরায় তদন্তের আবেদনের শুনানি বাকি। আমাদের আপত্তি রয়েছে এই ঘটনাস্থল ঘুরে দেখার আবেদনে।

আরও পড়ুন:  Dilip Ghosh: অবেশেষে সভাপতি শমীকের সৌজন্যে বিজেপি দফতরে! দিলীপ ঢুকতেই স্লোগান, শের আয়া…

সন্দীপ ঘোষের আইনজীবী জোয়েভ রউফ বলেন,

নিম্ন আদালত এই আবেদন শুনতেই পারে না। আমাদের আপত্তি রয়েছে এই আবেদনে। যদি আবেদন অনুমোদন করা হয় তাহলে গোটা প্রক্রিয়ার যেন ভিডিওগ্রাফি হয়।

বুধবার অর্ডার ইস্যু করা হবে। বিকেল চারটের পর

উল্লেখ্য, আরজি কর কান্ডে হাইকোর্টের দ্বারস্থ নির্যাতিতার মা-বাবা। ঘটনাস্থলে যাওয়ার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তাঁরা। আগামী বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে এই মামলার শুনানি। নির্যাতিতার বাবা-মা আদালতে আবেদন করে জানান, আরজি কর হাসপাতালে ঘটনাস্থলে যাওয়ার অনুমতি দেওয়া হোক। তাঁদের মেয়ের উপর ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে তাঁরা একবার ঘটনাস্থলটি সরেজমিনে দেখতে চান।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link