NOW READING:
কাউন্টি চ্যাম্পিয়নশিপে আরও এক ভারতীয় ক্রিকেটার, এবার সারের হয়ে সই করলেন গুজরাত টাইটান্সের সাই
July 8, 2025

কাউন্টি চ্যাম্পিয়নশিপে আরও এক ভারতীয় ক্রিকেটার, এবার সারের হয়ে সই করলেন গুজরাত টাইটান্সের সাই

কাউন্টি চ্যাম্পিয়নশিপে আরও এক ভারতীয় ক্রিকেটার, এবার সারের হয়ে সই করলেন গুজরাত টাইটান্সের সাই
Listen to this article


নয়াদিল্লি: বর্তমানে গ্রীষ্মকালীন ইংল্যান্ডে যেমন ভারতীয় ক্রিকেট দল ইংরেজদের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় খেলছে, তেমনই ঈশান কিষাণের মতো বহু ভারতীয় তারকাও ইংল্যান্ডে খেলছেন। তাঁরা জাতীয় দলের হয়ে মাঠে না নামলেও, বিভিন্ন কাউন্টি দল যুজবেন্দ্র চাহাল, খলিল আমেদ, তিলক বর্মাদের সই করেছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন নতুন ক্রিকেটার।

গুজরাত টাইটান্স তথা তামিলনাড়ুর সাই কিশোরকে (Sai Kishore) চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপের (County Championship) দুই ম্যাচের জন্য সই করল সারে। টাইটান্সের হয়ে আইপিএলে খেলার পর কিশোর টিএনপিএলে মাঠে নেমে দলকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করেন। তিনি তামিলনাড়ুর অধিনায়কও বটে। বাঁ-হাতি বোলিং অলরাউন্ডারের প্রথম শ্রেণির রেকর্ডও বেশ ভাল। তিনি ৪৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ২৩.৫ গড়ে ১৯২টি উইকেট নিয়েছেন। ব্যাট হাতে সর্বাধিক ৮১ রানসহ মোট ৭৯২ রান করেছেন তিনি।

কিশোর জুলাই ২২ থেকে ২৫ পর্যন্ত ইয়ার্কশায়ারের বিরুদ্ধে এবং ২৯ জুলাই থেকে ১ অগাস্ট ডারহামের বিরুদ্ধে আরেক অ্যাওয়ে ম্যাচে সারের হয়ে মাঠে নামার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। নতুন দলের হয়ে সই করে উচ্ছ্বসিত সাই এক বিবৃতিতে বলেন, ‘পরের দুই কাউন্টি চ্যাম্পিয়নশিপ ম্য়াচের জন্য সারেতে যোগ দিতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত। সারে গোটা বিশ্বের অন্যতম বড় ও ঐতিহ্যবাহী ক্লাব, যাদের সেট আপের বিষয়ে আমি বিভিন্ন ব্যক্তির থেকে দারুণ সব কথাবার্তা শুনেছি।’

সারের হাই-পারফরম্যান্স পরামর্শদাতা তথা ইংল্য়ান্ডের কিংবদন্তি ক্রিকেটার অ্যালেক্স স্টুয়ার্ট বলেন, ‘পরবর্তী দুই কোকাবুরা ম্যাচের জন্য অত্যন্ত প্রতিভাবান সাই কিশোরকে আমাদের দলে যোগ করতে পেরে আমি উচ্ছ্বসিত। আমি ভারতীয় ক্রিকেটের না না সম্মানীয় ব্যক্তিদের থেকে যতটা শুনেছি, সবাই ওর উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। চারদিনের ম্য়াচে তামিলনাড়ুর হয়ে ওর রেকর্ড বেশ ভাল এবং ও নিজের সঙ্গে দলে নিজের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাটাও যুক্ত করবে।’

 

সারের এই দুই ম্যাচ কিন্তু ডিউকস নয়, কোকাবুরা বলে খেলা হবে। সেই দুই ম্যাচেই ভাল পারফর্ম করতে মরিয়া হবেন কিশোর। সম্প্রতি তাঁর বদলে হর্ষ দুবের, মানব সুতাররা ভারতীয় ‘এ’ দলে সুযোগ পেয়েছেন। এমন পরিস্থিতি লাল বলের ক্রিকেটে নিজের দক্ষতা প্রমাণে মরিয়া হয়েই সম্ভবত কাউন্টি ক্রিকেটকে বেছে নিলেন কিশোর।   





Source link