NOW READING:
দু’শো রানের লক্ষ্য ছিল, রেকর্ড শতরানের পরের ইনিংসে কত রান করলেন বৈভব সূর্যবংশী?
July 8, 2025

দু’শো রানের লক্ষ্য ছিল, রেকর্ড শতরানের পরের ইনিংসে কত রান করলেন বৈভব সূর্যবংশী?

দু’শো রানের লক্ষ্য ছিল, রেকর্ড শতরানের পরের ইনিংসে কত রান করলেন বৈভব সূর্যবংশী?
Listen to this article


উরস্টার: গত ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছিল রেকর্ড গড়া শতরান। মাত্র ৫২ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিল বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। তারপরেই জানিয়েছিলেন পরের ম্যাচে দ্বিশতরান করতে চায় সে। শেষমেশ ইংল্যান্ডের অনূর্ধ্ব ১৯ (IND U19 vs ENG U19) দলের বিরুদ্ধে সিরিজ়ের পঞ্চম ম্যাচে কত রান করল বৈভব?

এদিন ভারতীয় দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করে বৈভব সূর্যবংশী। তার ব্যাট থেকে অবশ্য ডাবল সেঞ্চুরি আসেনি। ভারতীয় দলই কোনওক্রমে দু’শো রানের গণ্ডি পার করে। ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের ব্যাটিং ব্যর্থতার দিনে বৈভবের ব্যাট থেকে ৪২ বলে ৩৩ রানের ইনিংস আসে। এই ইনিংসে তার স্বভাবচিত গুচ্ছ বড় শট ছিল না, তবে বেশ খানিকটা পরিপক্কতা দেখায় বাঁ-হাতি ওপেনার।

অবশ্য দলগত ৬০ ও ব্যক্তিগত ৩৩ রানে তাঁর আউট হওয়ার পরেই ব্যাটিং ধস নামে। তবে আরএস অম্বরীশের ৬৬ ও কণিষ্ক চৌহানের ২৪ রানের ইনিংস শেষে কোনওক্রমে নয় উইকেটে ২১০ রান তোলে ভারত। জবাবে ইংল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দল ৩২ ওভারের মধ্যেই সাত উইকেট হাতে রেখে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায়। এই ম্যাচে ভারতীয় দল পরাজিত হলেও, পাঁচ ম্যাচের যুব সিরিজ় আগেই জিতে নিয়েছিল ভারতীয় দল।          

গত ম্য়াচে কিন্তু বৈভবের ব্যাট ঝড় তুলেছিল। উরস্টারশায়ারের নিউ রোড স্টেডিয়ামে বৈভব শনিবার ৫২ বলে সে শতরান হাঁকায়। যুব ওয়ান ডে ফর্ম্যাটে এটাই দ্রুততম শতরানের রেকর্ড। বাঁ-হাতি ওপেনার শেষমেশ ৭৮ বলে ১৪৩ রানে ইনিংস খেলে সাজঘরে ফেরে। ভারতীয় দল তার বিধ্বংসী সেঞ্চুরি ইনিংসে ভর করেই ম্যাচ ও সিরিজ় জিতে নেয়। এই ম্য়াচ শেষে সূর্যবংশী জানায় সে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক শুভমন গিলের থেকে অনুপ্রেরণা পান।

দিনকয়েক আগেই শুভমনের দ্বিশতরানের ইনিংসের সাক্ষী ছিলেন বৈভবসহ গোটা ভারতীয় অনূর্ধ্ব ১৯ দল। সেই ম্য়াচ গিলের দ্বিশতরানের ইনিংস তাকে অনুপ্রেরিত করে বলে জানায় ১৪ বছর বয়সি ব্যাটার। শতরান করেই সন্তুষ্ট নয়, পরেরবার দ্বিশতরানের লক্ষ্যে সে ব্য়াট করবে বলেও জানিয়ে দেয় বৈভব।

বিসিসিআইয়ের পোস্ট করা একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমি ওঁর থেকে অনুপ্রেরণা পাই। ম্যাচটা তো সামনে থেকেই দেখেছিলাম আমরা। একশো বা দুইশো রান করে কিন্তু ওঁ থামেনি, দলকে আরও এগিয়ে নিয়ে যান। আমি পরবর্তী ম্যাচে ২০০ রান করার চেষ্টা করব। দেখব যাতে গোটা ৫০ ওভার ব্য়াট করতে পারি। আমি যত রান করব, আমার দলের জন্য তা ততটাই লাভদায়ক হবে। পরের ম্যাচে আমি গোটটা টিকে থাকার লক্ষ্যে খেলব।’

তবে এদিন ডাবল সেঞ্চুরি না আসলে, গোটা সিরিজ়ে বৈভব কিন্তু নিজের ব্যাটিং দক্ষতাই সকলকে প্রভাবিতই করেছে তরুণ তুর্কি।



Source link