জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিউ ইয়র্কের প্রাইভেট ট্রেডিং ফার্ম Jane Street Group LLC-র বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছে SEBI। ভারতের শেয়ার নিয়ন্ত্রক সংস্থার দাবি, ভারতের বাজারে শেয়ারের দামকে প্রভাবিত করে প্রচুর মুনাফা করছে এই মার্কিন ফার্ম। এনিয়ে শোরগোল পড়ে গিয়েছে শেয়ার বাজারে। সংস্থাটি বাঁকা পথে ৪৩,২৮৯ কোটি টাকার মুনাফা করেছে। তার মধ্যে ৪,৮৪৩ কোটি টাকা মুনাফা আটকে দিয়েছে সেবি। সংবাদমাধ্যমের খবর, Jane Street Group এর ওই জালিয়াতি হয়েছে সেবি-র প্রাক্তন প্রধান মাধবী পুরি বুচের আমলে। বুচের কার্যকাল শুরু হয়েছিল ২০২২ সালের মার্চ মাসে। শেষ হয় ২০২৫ সালের ফেব্রুয়ারিতে।
ক্ষমতায় এসেই বুচ একগুচ্চ পদক্ষেপ নেওয়ার কথা বলেছিলেন। শেয়ার বাজারের উপরে এআই নির্ভর নজরদারির কথা বলেছিলেন। কিন্তু তাঁর সেইসব নজরদারির কথা এখন খতিয়ে দেখা হচ্ছে Jane Street Group এর কেলেঙ্কারির কারণে। খতিয়ে দেখা হচ্ছে ওই মার্কিন ফার্ম দালাল স্ট্রিটকে প্রভাবিত করার চেষ্টা করেছিল কিনা। গুরুত্বপূর্ণ বিষয় হল মার্কিন আদালত, বিভিন্ন সংবাদমাধ্যমে সতর্কবাণীর পরও মাধবী পুরী বুচ এনিয়ে কোনও পদক্ষেপ করেননি। তাঁর নজরদারিতে Jane Street Group এর কোনও জালিয়াতি ধরা পড়েনি। এনিয়ে বুচের ভূমিকাও খতিয়ে দেখার দাবি উঠছে।
SEBI-র দাবি, Jane Street Group-এর বহু বিদেশি বিনিয়োগকারী এমনভাবে শেয়ার কেনাবেচা করেছে যার ফলে ভারতের বাজারের স্বাভাবিক ওঠানামার উপরে প্রভাব পড়েছে। নিফটির স্টকগুলির উপর আক্রমণাত্মকভাবে বিনিয়োগ করে মূল্যকে কৃত্রিমভাবে তুলে ধরা হয়। এরপর দুপুরে বা বিকেলে সেইসব শেয়ার বিক্রি করে দেওয়া হয়। এতে নিফটির সূচক হঠাত্ করে পড়ে যায়। এভাবে বিপুল লাভ করেছে Jane Street Group। ক্ষতিগ্রস্থ হয়েছে নিফটিতে বিনিয়োগকারীরা।
মার্কিন ওই সংস্থার ওই কৌশলকে শুধুমাত্র ট্রেডিংয়ের কৌশল বলতে নারাজ সেবি। বরং এটিকে বাজার কারচুপির পন্থা বলেছে সেবি। কায়দা করে দিনের শেষ শেয়ারের দাম ফেলে দেওয়ার প্রমাণ পেয়েছে শেয়ার নিয়ন্ত্রণ সংস্থা। এই ধরণের কৌশল বাজারের স্বচ্ছতা ও বিনিয়োগকারীর আস্থাকে মারাত্মকভাবে বিঘ্নিত করে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন-ওঁকে ফুল পাঠাচ্ছি, মুন্নাভাইয়ের মতো গেট ওয়েল সুন মেসেজ কিনা বুঝে নিন: শান্তনু
আরও পড়ুন-‘ভাইস প্রিন্সিপালের সঙ্গে দেখা করার রাস্তা ম্যাঙ্গো, যেন তাঁর PA’, বিস্ফোরক প্রমিতের সহপাঠিনী
ওই মার্কিন সংস্থা যে জালিয়াতি করছে তার ইঙ্গিত আগে থেকেই ছিল। তাতে কান দেননি মাধবী পুরী বুচ। কারণ, ২০২৪ সালের এপ্রিল মাসে এনিয়ে ওই কম্পানির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে মার্কিন ডিস্ট্রিক্ট কোর্ট। আদালতে Jane Street Group স্বীকার করে যে তারা ভারতের বাজার থেকে তারা বছরে ১ বিলিনয় টাকা আয় করে। গত মাসে সরব হয় সংবাদমাধ্যমে একাংশ। তারা দেখান কীভাবে জানে স্ট্রিট গ্রুপ ভারতের বাজার খারাপ করছে। দেশের ৯০ শতাংশ রিটেল মার্কেট তার টাকা হারাচ্ছে। চোখের সামনে এনিয়ে ইঙ্গিত থাকলেও এনিয়ে কোনও ব্যবস্থা নেননি বুচ।
এই ধরনের সংস্থার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া উচিত? এনিয়ে সেবির বর্তমান চেয়ারম্যান তুহিন কান্ত পান্ডে বলেন, এই সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ করার প্রয়োজন আছে কিনা তার সংস্থার কাজকর্মই বুঝিয়ে দেয়। জান স্ট্রিটের কার্যকলাপ বিশ্লেষণ করে দেখা হয়েছে। তাতে দেখা গিয়েছে বিভিন্নভাবে জালিয়াতি হয়েছে শেয়ার মার্কেটে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)