NOW READING:
MS Dhoni Birthday: ফিফা বলছে আজ ‘হ্যাপি থালা ডে’, ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা রোনাল্ডো-বেকসেরও!
July 7, 2025

MS Dhoni Birthday: ফিফা বলছে আজ ‘হ্যাপি থালা ডে’, ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা রোনাল্ডো-বেকসেরও!

MS Dhoni Birthday: ফিফা বলছে আজ ‘হ্যাপি থালা ডে’, ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা রোনাল্ডো-বেকসেরও!
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্যালেন্ডার বলছে আজ ৭ জুলাই (7th July 2025)। আর বছরের এই তারিখ-‘হ্যাপি থালা ডে'(Happy Thala Day)। কিংবদন্তি এমএস ধোনি পা দিলেন ৪৪ বছরে (MS Dhoni Birthday)। ট্রফির নিরিখে দেশের সর্বকালের শ্রেষ্ঠ অধিনায়কের জন্মদিন মঙ্গলবার। আর এবার ধোনিকে শুভেচ্ছা জানাতে ভুলল না ফিফা (FIFA)! 

ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ইনস্টাগ্রামে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo), ডেভিড বেকহ্যাম (David Beckham) এবং সন হিউং-মিনের (Son Heung-min) আইকনিক সাত নম্বর জার্সির ছবি পোস্ট করেছে। আর এর সঙ্গেই জুড়ে দিয়েছে ‘হ্যাপি থালা ডে’। ৭ সংখ্যার প্রতি এমএসডি-র (MSD) গভীর অনুরণন বুঝিয়ে দিয়েছে ফিফা। ধোনি এদিন বন্ধুবান্ধবদের সঙ্গে কেক কেটে আবির্ভাব দিবস উদযাপন করেছেন। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে।

আরও পড়ুন:  ‘আংকারা মেসি…আংকারা মেসি…আংকারা মেসি’, ৫ জনকে কাটিয়ে লিয়োর পাগল করা গোল…

আরও পড়ুন: ব্রিটিশ ফ্যান তাঁর জন্য গিটার হাতে রাস্তায়! চেতন-জাহির-বুমরাকেও ছাপিয়ে গেলেন আকাশ…

পাঁচ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বলেছেন আলবিদা। তবে আইপিএল খেলছেন তিনি। সচিন তেন্ডুলকরের  পর ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় সুপারস্টারের নাম এমএস ধোনি। তিনি নিজেকে নিয়ে গিয়েছেন গগনচুম্বী উচ্চতায়। ধোনি নিজেকে বাইশ গজের সর্বকালের অন্যতম সেরা উইকেট-কিপার ব্যাটার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। জনপ্রিয়তার নিরিখে বিশ্বের প্রথমসারির অ্যাথলিটদের মধ্যে আজও ধোনির নাম উচ্চারিত হয়। ইনস্টাগ্রামে কার্যত নিস্ত্রিয় ধোনির ফলোয়ার্স সংখ্যা ৫০ মিলিয়ন।  রাঁচির গলি থেকে ভারতীয় ক্রিকেটের সিংহাসন দখল করছেন মাহি। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে ফেলেছেন। দু’বার যার মাথায় উঠেছে বিশ্বজয়ীর শিরোপা। 

ক্রিকেট জীবনে হেন কোনও ট্রফি নেই, যা ধোনি জেতেননি। ৫০ ওভারের বিশ্বকাপ? আছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ? আছে। আইপিএল ট্রফি? তাও আছে ৫টি। বিদেশের মাটিতে সাফল্য? সেই তালিকাও নেহাত ছোট নয়। ধোনিকে নিয়ে উন্মাদনা এতটুকুও কমেনি। তিনি আইপিএল খেলতে নামলেই তা টের পাওয়া যায়। পাশাপাশি তাঁর জন্মদিনে নেটপাড়া যেভাবে উদযাপন করে তা দেখলে মনে হবে না যে, ধোনি আজ প্রাক্তন!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link