<p style="text-align: justify;"><strong>হাওড়া:</strong> এবার দেড় বছর আগে র‍্যাগিংয়ের ঘটনায় শোকজ তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি। হাওড়ার নরসিংহ দত্ত কলেজের ইউনিয়ন রুমে নবাগত পড়ুয়াদের র‍্যাগিংয়ের অভিযোগ। মূল অভিযুক্ত কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি সৌভিক রায়কে শোকজ। কসবাকাণ্ডের আবহে র‍্যাগিংয়ের ছবি ফের ভাইরাল হওয়ায় তোলপাড়। ‘কলেজে এম এম মডেল চালু করতে চেয়েছিল মূল অভিযুক্ত সৌভিক রায়। ঘটনা নজরে আসতেই সৌভিককে কলেজে ঢুকতে বারণ করে দেওয়া হয়’, দাবি কলেজের অধ্যক্ষের। কলেজে না যাওয়ার জন্য কেউ কিছু বলেননি, তবে কলেজের অনুষ্ঠানে নিমন্ত্রণ পেলে যান, দাবি সৌভিক রায়ের। শীঘ্রই শোকজ লেটারের জবাব দেবেন দলকে, জানালেন সৌভিক রায়।</p>
<p style="text-align: justify;">সম্প্রতি কসবা কলেজে ছাত্রীকে গণধর্ষণ ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছে তিন তৃণমূল ছাত্র পরিষদ কর্মী সহ চারজন। তদন্তে এই ঘটনার মূল মাথা হিসাবে উঠে আসে ওই কলেজের অস্থায়ী কর্মী এবং তৃণমূল ছাত্র পরিষদ নেতা মনোজিৎ মিশ্রের নাম। তাকে পুলিশ গ্রেফতার করেছে। অভিযোগ কলেজে দাদাগিরি, তোলাবাজি সহ নানা ধরনের অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল মনোজিৎ এবং তার দলবল। কলেজের ইউনিয়ন রুমে ছাত্রীদের ডেকে যৌন হেনস্থা করতো। একইভাবে প্রায় বছর দেড়েক আগে মধ্য হাওড়ার নরসিংহ দত্ত কলেজের ইউনিয়ন রুমে নবাগত ছাত্রদের ওপর রাগিং চালানো হয় বলে অভিযোগ। সেই ছবি ভাইরাল হয়। ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি সৌরভ প্রসাদ গত বছর ফেব্রুয়ারি মাসে কলকাতায় সাংবাদিক সম্মেলন ডেকে তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি সৌভিক রায় কে গ্রেপ্তারের দাবি জানান।</p>
<p style="text-align: justify;">যদিও এই ঘটনায় তাকে গ্রেফতার করা হয়নি। অভিযোগ উঠে তিনি রাজ্যের এক মন্ত্রীর ঘনিষ্ঠ হওয়ায় প্রভাবশালী। এদিন সৌভিক বলেন যেহেতু সামনে নির্বাচন তাই বিরোধীরা তার বিরুদ্ধে চক্রান্ত করছেন। তিনি ওই ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়। ছবিতে যে তাকে দেখানো হচ্ছে তখন তিনি র‍্যাগিং বন্ধ করতে গেছিলেন। এর সঙ্গে অন্য ছবি জোড়া হয়েছে। তিনি যদি কলেজে কোন দাদাগিরি করে থাকে তবে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হোক।</p>
<p style="text-align: justify;">এদিকে কলেজের প্রিন্সিপাল সোমা বন্দ্যোপাধ্যায় বলেন ওই ঘটনা নজরে আসতেই কলেজের নজরদারি বাড়ানো হয়। গভর্নিং বডি র মিটিং ডেকে সৌভিক কে কলেজে ঢোকার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। সে আর এই কলেজে ঢোকে না। তবে কলেজে বহিরাগতদের আনাগোনা পুরোপুরি বন্ধ করা যায়নি। <a title="কলকাতা হাইকোর্ট" href="https://bengali.abplive.com/topic/calcutta-high-court" data-type="interlinkingkeywords">কলকাতা হাইকোর্ট</a>ের নির্দেশের পর এখন ইউনিয়ন রুম বন্ধ আছে।</p>
Source link
কলেজের ইউনিয়ন রুমে পড়ুয়াদের র্যাগিংয়ের অভিযোগ, শোকজ তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতিকে
