জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লিডসে প্রথম টেস্ট ৫ উইকেটে হেরে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দুরন্ত কামব্যাক টিম ইন্ডিয়ার (England vs India, 2nd Test at Birmingham)। শুভমন গিলরা (Shubman Gill) ৩৩৬ রানে জিতে ‘বাউন্স ব্যাক’ করলেন বুক ফুলিয়ে। এজবাস্টনের অজেয় ‘দুর্গে’ তেরঙা উড়িয়ে ইংল্যান্ডে ইতিহাস লিখেছে ভারত। অতীতে এজবাস্টনে খেলা ৮টি টেস্টের মধ্যে একটিও জিততে পারেনি ভারত। তবে এবার গৌতম গম্ভীরের (Gautam Gambhir) টিম সেই ইতিহাসই বদলে দিল। এজবাস্টনের ঐতিহাসিক জয়ের অন্যতম কারিগর হিসেবে সোনার হরফে লেখা থাকবে আকাশ দীপের (Akash Deep) নাম। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়েছেন ২৮ বছরের বাংলার স্পিডস্টার।
আরও পড়ুন: ‘দু’মাস আগেই দিদি ক্যানসারে…’! দেশকে জিতিয়ে ভেঙে পড়লেন এজবাস্টনের ঐতিহাসিক নায়ক…
আকাশে মোহিত ইংল্যান্ডও। তাঁর জন্য এজবাস্টনের রাস্তায় গিটার বাজিয়ে গান গাইলেন এক ব্রিটিশ ফ্যান! সেই ভিডিয়ো নেটপাড়ায় রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে। এখানেই শেষ নয় দুই ইনিংস মিলিয়ে ৪১.১ ওভার বল করে ১৮৭ রান দিয়ে ১০ উইকেট নেওয়া বাংলার পেসার একাধিক রেকর্ডও করেছেন। পরিবর্ত হিসাবে ইংল্যান্ডের মাটিতে প্রথমবার খেলতে নেমেই আকাশ কামাল করেছেন। ১৯৯৬ সালে বিহারের দেহরিতে জন্মানো জোরে বোলার গতবছর রাঁচিতে এই ইংল্যান্ডের বিরুদ্ধেই টেস্ট অভিষেক করেছিলেন। কেরিয়ারের মাত্র অষ্টম টেস্ট খেলতে নেমেই করলেন কামাল। পাশাপাশি দলেও জায়গা করে নিলেন পাকা।
ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি মাইকেল হোল্ডিংয়ের পর, আকাশ দীপই প্রথম বোলার যিনি টেস্ট ম্যাচের এক ইনিংসে ইংল্যান্ডের টপ অর্ডারের পাঁচ ব্যাটারের মধ্যে চারজনকে আউট করেছেন। ৪৯ বছরে প্রথম এই ঘটনা ঘটল! হোল্ডিং ১৯৭৬ সালে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। আকাশ দীপ এজবাস্টন টেস্টের পঞ্চম তথা শেষ দিনের প্রথম সেশনে হ্যারি ব্রুক এবং অলি পোপকে আউট করার আগে বেন ডাকেট এবং জো রুটের উইকেটও নিয়েছেন!
ইংল্যান্ডের মাটিতে ভারতীয় বোলারদের মধ্যে এখন শ্রেষ্ঠ পরিসংখ্যান আকাশ দীপেরই। কীভাবে? ১৯৮৬ সালে এই বার্মিংহ্যামের এজবাস্টনেই ১০ উইকেট নিয়েছিলেন চেতন শর্মা। ক্রিকেট বিশ্বকাপে হ্যাটট্রিক করা প্রথম বোলারকেই ছাপিয়ে গিয়েছেন আকাশ দীপ। কারণ চেতন দিয়েছিলেন ১৮৮ রান। সেখানে ১ রান কম দিয়ে শীর্ষে চলে গেলেন আকাশ দীপ। চেতনের পর বাংলার হয়ে খেলা পেসারই দ্বিতীয় ভারতীয় হিসেবে ইংল্যান্ডের মাটিতে এক টেস্টে ১০ উইকেট পেলেন!
আরও পড়ুন: ‘আংকারা মেসি…আংকারা মেসি…আংকারা মেসি’, ৫ জনকে কাটিয়ে লিয়োর পাগল করা গোল…
আকাশদীপ চেতনকে ছাপিয়েই থামেননি তিনি জাহির খান ও জসপ্রীত বুমরার মতো বোলিং সুপারস্টারদেরও পিছনে ফেলে দিয়েছেন! ২০০৭ সালে জাহির ১৩৪ রানের বিনিময়ে ৯ উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডে। ১৪ বছর পর বুমরাও এই মাটিতে ১১০ রান খরচ করে ৯ উইকেট নেন। কিন্তু তাঁরা কেউই ১০ উইকেট নিতে পারেননি। এবার সেটাই করে দেখালেন আকাশ দীপ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)