NOW READING:
Akash Deep: ‘দু’মাস আগেই দিদি ক্যানসারে…’! দেশকে জিতিয়ে ভেঙে পড়লেন এজবাস্টনের ঐতিহাসিক নায়ক…
July 7, 2025

Akash Deep: ‘দু’মাস আগেই দিদি ক্যানসারে…’! দেশকে জিতিয়ে ভেঙে পড়লেন এজবাস্টনের ঐতিহাসিক নায়ক…

Akash Deep: ‘দু’মাস আগেই দিদি ক্যানসারে…’! দেশকে জিতিয়ে ভেঙে পড়লেন এজবাস্টনের ঐতিহাসিক নায়ক…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লিডসে প্রথম টেস্ট ৫ উইকেটে হেরে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দুরন্ত কামব্যাক করল টিম ইন্ডিয়া (England vs India, 2nd Test at Birmingham)। শুভমন গিলরা (Shubman Gill) ৩৩৬ রানে জিতে ‘বাউন্স ব্যাক’ করলেন বুক ফুলিয়ে। এজবাস্টনের অজেয় ‘দুর্গে’ তেরঙা উড়িয়ে ইংল্যান্ডে ইতিহাস লিখেছে ভারত। অতীতে এজবাস্টনে খেলা ৮টি টেস্টের মধ্যে একটিও জিততে পারেনি ভারত। তবে এবার গৌতম গম্ভীরের (Gautam Gambhir) টিম সেই ইতিহাসই বদলে দিল। এজবাস্টনের ঐতিহাসিক জয়ের অন্যতম কারিগর হিসেবে সোনার হরফে লেখা থাকবে আকাশ দীপের (Akash Deep) নাম। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়েছেন ২৮ বছরের বাংলার স্পিডস্টার। 

আরও পড়ুন: এজবাস্টনের অজেয় ‘দুর্গে’ তেরঙা উড়িয়ে ইংল্যান্ডে ইতিহাস শুভমনদের…

দেশকে জিতিয়েই ভেঙে পড়েন বিহারের বাসিন্দা…

আগুনে স্পেলের পরেই আবেগি হয়ে পড়েন আকাশ। খেলার পর চেতেশ্বর পূজারার সঙ্গে কথা বলতে গিয়ে আকাশের গলা ধরে এসেছিল। আকাশ বললেন, ‘এই বিষয়ে এর আগে আমি কারোর সঙ্গে কথা বলিনি। তবে দু’মাস আগেই আমার দিদি ক্যানসারে আক্রান্ত হয়েছে। আজ আমার পারফরম্যান্সে ও খুবই খুশি হবে এবং ওর মুখে হাসি ফিরে আসবে। এজবাস্টনে যতবারই আমি হাতে বল নিয়েছি, ততবারই ওর ভাবনা আর ছবি আমার মনে এসেছে। এই পারফরম্যান্স ওকেই উৎসর্গ করলাম। আমি ওকে বলতে চাই, দিদি, আমরা সবাই তোর সঙ্গে আছি’।

আকাশের ঘটনা জানার পর এক সর্বভারতীয় মিডিয়া, তাঁর দিদি অখণ্ড জ্যোতি সিংয়ের সাক্ষাত্‍কার নিয়েছে। সেখানে জ্যোতি কথা বলেছেন তাঁর লড়াই ও ভাইয়ের সমর্থন নিয়ে। জ্যোতি বলেন, ‘এটা ভারতের জন্য গর্বের বিষয় ও ১০টি উইকেট নিয়েছে। ইংল্যান্ড সফরের আগে, আমরা বিমানবন্দরে গিয়েছিলাম ওর সঙ্গে দেখা করতে। আমি ওকে বলেছিলাম, যে, আমি একেবারে ঠিক আছি, আমার জন্য চিন্তা না করতে, শুধু দেশের জন্য ভালো কর। আমি ক্যানসারের তৃতীয় পর্যায়ে আছি, এবং ডাক্তার বলেছেন চিকিৎসা আরও ছ’ মাস চলবে, তারপর দেখা যাবে। আকাশ যখন উইকেট নেয় তখনই আমি খুব খুশি হই। যখনই ও উইকেট পায়, আমরা সবাই এত জোরে হাততালি দিতে শুরু করি এবং যেভাবে গলা ফাটাই যে, কলোনির প্রতিবেশীরা জিজ্ঞাসা করে যে কী হয়েছে!’

আকাশ যে খেলার পর এমন বলবেন, ভাবেননি দিদি

‘আকাশ যে খেলার শেষে এরকম কিছু বলবে, আমার তা নিয়ে কোনও ধারণাই ছিল না। হয়তো আমরা প্রকাশ্যে এটা নিয়ে কথা বলার জন্য প্রস্তুত ছিলাম না, কিন্তু ও যেভাবে আবেগপ্রবণ হয়ে পড়েছিল! আমাকে ওর পারফরম্যান্স উৎসর্গ করল- এটা অনেক বড় ব্যাপার। এটা দেখায় যে সে আমাদের পরিবার এবং আমাকে ঠিক কতটা ভালোবাসে। ঘরের পরিস্থিতি বিবেচনা করেও ও এরকম  পারফর্ম করছে এবং উইকেট নিচ্ছে। এটা অনেক বড় ব্যাপার। আমিই ওর সবচেয়ে কাছের মানুষ।’

আকাশই পরিবারের আকাশ হয়ে গিয়েছেন

‘যখন আইপিএল চলছিল, আকাশ তখন লখনউ দলের হয়ে খেলছিল, তখন আমি ক্যানসারের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি ছিলাম। তারপরেও, ও ম্যাচের আগে বা পরে আমার সঙ্গে দেখা করতে আসত। ম্যাচ শেষের পর, আমরা ভিডিও কলে দু’বার কথা বলেছি এবং আবার ভোর ৫টায় কথা হয়েছে। আকাশ আমাকে বলল, চিন্তা করিস না দিদি, পুরো দেশ আমাদের সঙ্গে আছে। আমি আর নিজেকে ধরে রাখতে পারছিলাম না। আমি চেষ্টা করছিলাম, কিন্তু গতকাল নিজেকে আটকাতে পারিনি। এমন ভাই বিরল। ও আমাদের অনেক সাহায্য করে এবং আমাদের সঙ্গে কথা না বলে কিছুই করে না। ও পরিবারের সঙ্গে সবকিছু শেয়ার করে। যেহেতু আমাদের বাবা এবং বড় ভাই আর আমাদের সঙ্গে নেই, তাই ও এখন পুরো ঘর সামলাচ্ছে।’

আরও পড়ুন: অবিশ্বাস্য! ‘অলৌকিক’! গিল ভাঙবেন ডনের রেকর্ডও? ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে প্রথম…

দিদির লড়াইয়ের অনুপ্রেরণা আকাশই…

‘ক্যানসারের চিকিৎসার সময়ে আকাশই আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে। আমি ওকে বলতাম চিন্তা করিস না, আমার স্বামী আমার সঙ্গে আছে, কিন্তু ও সবসময় বলত, আমার যা কিছু আছে তা আমার দিদি এবং আমার পরিবারের জন্য। আমরা তিন ভাই এবং তিন বোন – তাদের মধ্যে একজন আজ আর নেই গেছে। আকাশ সবার ছোট। প্রতি ম্যাচের আগে এবং পরে, আকাশা ভিডিও কল করে বাড়িতে। ও আমাকে বলেছিল, ‘আমি তোর জন্য এবং দেশের জন্যই এই সব করেছি। আমি তোর জন্য উইকেটগুলো নিয়েছি। আকাশ যখন বাড়িতে আসে, আমি ওর জন্য খাবার বানাই। ও যখন আবার আসবে তখন ও যা চাইবে আমি তাই রান্না করব। ও আমার হাতের দই বড়া খুবই পছন্দ করে। সবুজ শাক-সবজিও আকাশের পছন্দের। যখনই ও বাড়িতে আসে, আমাকে এগুলোই তৈরি করতে বলে।’… 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link