NOW READING:
ফের নিম্নচাপের জেরে বৃষ্টি, মাঝ-সপ্তাহে একটু কমলেও, উইকেন্ডে আবার বাড়বে বর্ষণ, থাকবে ভ্যাপসা গর
July 7, 2025

ফের নিম্নচাপের জেরে বৃষ্টি, মাঝ-সপ্তাহে একটু কমলেও, উইকেন্ডে আবার বাড়বে বর্ষণ, থাকবে ভ্যাপসা গর

ফের নিম্নচাপের জেরে বৃষ্টি, মাঝ-সপ্তাহে একটু কমলেও, উইকেন্ডে আবার বাড়বে বর্ষণ, থাকবে ভ্যাপসা গর
Listen to this article



<p><strong>অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা :</strong>&nbsp;গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে নিম্নচাপ। এই নিম্নচাপ ক্রমশ সরবে ঝাড়খন্ড, ছত্রিশগড়ের দিকে। এই নিম্নচাপের জেরেই আজ সোমবার দিনভর বিক্ষিপ্ত কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি সম্ভাবনা বাড়বে। আজ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর উত্তাল থাকবে। বাংলা এবং ওড়িশার মৎস্যজীবীদের আজ, সোমবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে এবং মধ্য বঙ্গোপসাগরে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।&nbsp;</p>
<p>&nbsp;আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন একনজরে&nbsp;</p>
<p>আজ সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের তিন জেলাতে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনাতে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হবে এবং সঙ্গে বইবে ঝড়ো হাওয়া। এই তিন জেলার কিছু অংশে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইবে।&nbsp;</p>
<p>আগামীকাল মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার কিছু অংশে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইবে।&nbsp;</p>
<p>বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে। তবে ভারী বৃষ্টির সতর্কতা নেই। বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্কিণবঙ্গের বিভিন্ন জেলার দু-এক জায়গায়। শনিবার থেকে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।&nbsp;</p>
<p>আগামী কয়েকদিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন একনজরে&nbsp;&nbsp;</p>
<p>সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।&nbsp;</p>
<p>মঙ্গলবার এবং বুধবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এবং আলিপুরদুয়ার জেলায়। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।&nbsp;</p>
<p>বৃহষ্পতিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।&nbsp;&nbsp;</p>
<p>শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তাও আবার বিক্ষিপ্ত ভাবে। মূলত উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতেই বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।&nbsp;</p>
<p>আজ সারাদিন কলকাতার আবহাওয়া কেমন থাকতে চলেছে&nbsp;</p>
<p>আজ সোমবার কলকাতায় দিনভর মূলত মেঘলা আকাশ থাকারই সম্ভাবনা রয়েছে। আগামীকাল, মঙ্গলবার থেকে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। রোদ ওঠার সঙ্গে সঙ্গে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি রয়েছে। তাই ভ্যাপসা গরমে হাঁসফাঁস করবেন সাধারণ মানুষ।&nbsp;</p>
<p>আজ সারাদিন ধরেই বিক্ষিপ্ত ভাবে কলকাতার বিভিন্ন অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কয়েক পশলা হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ক্লকাতা এবং সংলগ্ন এলাকায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বুধবার থেকে শুক্রবার- এর সময়ের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কমবে।</p>
<p>আজ শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল অর্থাৎ রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যথেষ্টই বেশি রয়েছে। আপেক্ষিক আর্দ্রতা রয়েছে ৮৩ থেকে ৯২ শতাংশর মধ্যে।&nbsp;</p>



Source link