NOW READING:
‘ইংল্যান্ড যদি চায়…’, পঞ্চম দিনের আগে ব্রুকদের বার্তা, সিরাজ, আকাশের প্রশংসায় পঞ্চমুখ মর্কেল
July 6, 2025

‘ইংল্যান্ড যদি চায়…’, পঞ্চম দিনের আগে ব্রুকদের বার্তা, সিরাজ, আকাশের প্রশংসায় পঞ্চমুখ মর্কেল

‘ইংল্যান্ড যদি চায়…’, পঞ্চম দিনের আগে ব্রুকদের বার্তা, সিরাজ, আকাশের প্রশংসায় পঞ্চমুখ মর্কেল
Listen to this article


বার্মিংহাম: যশপ্রীত বুমরার অনুপস্থিতিতে ভারতীয় দলের বোলিং আক্রমণ নিঃসন্দেহেই একটা সংশয় ছিল বটে। তবে এখনও পর্যন্ত দ্বিতীয় টেস্ট (India vs England 2nd Test) ম্যাচে কিন্ত  বুমরা অভাব তেমনভাবে টের পায়নি ভারতীয় দল সৌজন্যে মহম্মদ সিরাজ ও আকাশ দীপ। প্রথম ইনিংসে সিরাজ (Mohammed Siraj) যেখানে ছয় উইকেট নেন, আকাশ দীপের (Akash Deep) ঝুলিতে সেখানে চার উইকেট আসে। দ্বিতীয় ইনিংসেও এই দুই তারকা বোলারই ভারতকে তিনটি সাফল্য এনে দেন।

এই দুই তারকা ফাস্ট বোলারকে প্রশংসায় ভরালেন দলের বোলিং কোচ মর্নি মর্কেল (Morne Morkel)। ভারতীয় বোলিং কোচ চতুর্থ দিনের খেলা শেষে সাংবাদিক সম্মেলনে বলেন, ‘গত ম্যাচের পর আমাদের মধ্যে কথাবার্তা হয়েছিল। এখনও পর্যন্ত (ফাস্ট বোলারদের) পারফরম্যান্সে খুবই খুশি। এটা ভাল দিক। আকাশ দীপ সবসময়ই স্টাম্পে বল রেখে, ব্যাটারদের সঠিক প্রশ্ন করে। ইংল্যান্ডের পরিবেশ ওর পক্ষে লাভদায়কও হয়েছে। জোরে দৌড়ে আসছে, বল করছে, এটা অত্যন্ত ইতিবাচক। ওকে যত আত্মবিশ্বাস জোগাবে, ও তত আরও উন্নতি করবে।’

সিরাজের ক্ষেত্রে মর্কেলের দাবি ওঁ দলের হয়ে দরকারে খারাপ কাজটাও করেন। ‘সিরাজকে আমি অত্যন্ত সম্মান করি। ও নিজের সবটা উজাড় করে দেয়। হ্যাঁ, কখনও কখনও বাড়তি চেষ্টা করায় ওর ধারাবাহিকতার অভাব হলেও হতে পারে। তবে দলের হয়ে খারাপ কাজটাও ও করে এবং সবসময় তার প্রতিদান পায় না ও।’ বলেন ভারতীয় বোলিং কোচ।

সিরিজ়ে ২-০ স্কোরলাইনে এগিয়ে যাওয়ার জন্য ইংল্যান্ডকে কার্যত অসম্ভব পাঁচশো রানেরও অধিক করতে হবে। ভারতীয় দলের সেক্ষেত্রে জয়ের সম্ভাবনা অনেকটাই বেশি। ম্যাচের শেষ দিন ভারত আর সাতটি উইকেট নিতে পারলেই সিরিজ়ে সমতায় ফিরবে। মর্নি মনে করছেন, ‘আমরা খুব একটা চিন্তিত নই। কেউ পাঁচশোর অধিক রান করলে তাদের জেতাই উচিত। পঞ্চম দিনের আগে আজ এক ঘণ্টামতো বল করতে আগ্রহী ছিলাম আমরা। কালকের দিনটা কিন্তু বেশ রোমাঞ্চকর হতে চলেছ।  ইংল্যান্ড এই ধরনের ক্রিকেট খেলে আগেও সাফল্য পেয়েছে। ওরা যদি চায় এই রান তাড়া করবে, তো করুক।’

মর্কেলের মতে ভারতীয় দলের নতুন টেস্ট অধিনায়ক এখনও পর্যন্ত কিন্তু বেশ ভালভাবেই দলকে নেতৃত্ব দিয়েছেন। এবার দেখার তিনি দলকে জয় এনে দিতে পারেন কি না।



Source link